ঢাকা : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচনে পরিচালক পদে ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’ নামে প্যানেল ঘোষণা করলেন ব্যবসায়ী নেতা মনোয়ারা হাকিম আলী। চেম্বার গ্রুপ থেকে ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন তিনি।
শনিবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তিনি প্যানেল ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
প্যানেল ঘোষণাকালে মনোয়ারা হাকিম আলী বলেন, আমরা কাউকে স্বাধীনতা বিরোধী বলব না, কেউ যেন আমাদের প্যানেলকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে না বলে।
এসময় তিনি ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
এফবিসিসিআইর ২০১৫-১৭ মেয়াদের নির্বাচনে অংশ নিতে তিনি চেম্বার গ্রুপ থেকে এই প্যানেল ঘোষণা করলেন।
প্যানেলে সারাদেশের ১৬টি চেম্বার থেকে প্রতিনিধি রয়েছেন। বাকিরা হলেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আবুল কাসেম আহমেদ, লক্ষ্মীপুর চেম্বারের দেওয়ান সুলতান আহমেদ, কুষ্টিয়া চেম্বারের বিজয় কুমার কেজরিওয়াল, মুন্সিগঞ্জ চেম্বারের মোহাম্মদ কোহিনুর ইসলাম, মানিকগঞ্জ চেম্বারের তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, শেরপুর চেম্বারের মোহাম্মদ মাসুদ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের হাসিন আহমেদ।
এছাড়াও প্যানেলে আরও রয়েছেন জয়পুরহাট চেম্বারের মোহাম্মদ আমিনুল বারী, নড়াইল চেম্বারের মোহাম্মদ হাসানুজ্জামান,
কুমিল্লা চেম্বারের মাসুদ পারভেজ খান (ইমরান), ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের তানজিল আহমেদ, নেত্রকোনা চেম্বারের হূমায়ুন রসিদ খান পাঠান(রোমেন), নীলফামারী চেম্বারের মোহাম্মদ আবুল ওয়াহেদ সরকার, বরিশাল উইমেন চেম্বারের আঞ্জুমান সালাউদ্দিন ও রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির রেজা শাহ ফারুক প্রমুখ।
প্রসঙ্গত, মনোয়ারা হাকিম আলী এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালনা পরিষদের প্রথম সহ-সভাপতি।