দিনাজপুর : পার্বতীপুরে মসজিদের নামে দান করা জমির দখল নিয়ে বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের কুড়ালের আঘাতে মোকারম হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোলাপি (৩৭) ও বানু (২৯) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পশ্চিম শুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকারম ঐ গ্রামের আব্দুল আজিজের পুত্র।
জানা গেছে, পশ্চিম শুকদেবপুর দক্ষিনপাড়া গ্রামে জনৈক নাজির হোসেন কিছুদিন পূর্বে শুকদেবপুর মৌজার ১৫৬৭ দাগের সাড়ে সাত শতক জমি স্থানীয় জামে মসজিদের নামে রেজিষ্ট্রি (ওয়াক্ফ) করে দেন। কিন্তু পার্শবর্তী যশাই সৈয়দপুর মন্ডলপাড়া গ্রামে জনৈক কাদেরুজ্জামান ওরফে কান্দুও এ জমির মালিকানা দাবি করে। এ নিয়ে মোমিনপুর ইউনিয়ন পরিষদে শালিস বৈঠকও হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪ টার দিকে মসজিদ কমিটির লোকজন জমির দখল নিতে গেলে কাদেরুজ্জামানের লোকজন এতে বাধা দেয়। এসময় লাঠিসোঠা রড ও ধাঁরালো অস্ত্র হাতে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে মোকারম হোসেন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা ও পশ্চিম শুকদেবপুর দক্ষিনপাড়া জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক আব্দুল আজিজ বাদি হয়ে ২৮ জনকে আসামী করে গত শুক্রবার রাতে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ ময়না তদন্তের জন্য ঐদিন রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান