বাংলার খবর২৪.কম,সুনামগঞ্জ : কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সবকটি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তলিয়ে যাচ্ছে আমন ফসল ও সবজি ক্ষেত। জেলার দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক উপজেলার দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
বন্যকবলিত এলাকায় মানুষ ত্রাণ পাচ্ছে না। খোলা হচ্ছে না কোনো আশ্রয় কেন্দ্র। বৃষ্টির কারণে জনজীবন থমকে গেছে। মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
পানি উঠতে শুরু হয়েছে। দর্গাপাশা, পশ্চিমবীরগাওসহ কয়েকটি ইউনিয়নের ৩৫টি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। এলাকায় দ্রুত আশ্রয় কেন্দ্র খোলা প্রয়োজন।
সর্বশেষ খবরে জানা গেছে, সুরমা নদীর পানি বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।