আন্তর্জাতিক ডেস্ক : ভারতের যোগগুরু বাবা রামদেবের উদ্ভাবিত পুত্র জন্মানোর নিশ্চয়তার ওষুধ নিয়ে তোলপাড় চলছে দেশটিতে। রামদেবের ওষুধের মোড়ক নিয়ে রাজ্যসভায় ক্ষোভ দেখান বিরোধী দলের নেতারা। এরপর বিষয়টি গণমাধ্যমে উঠে আসে।
শুক্রবার এ নিয়ে মুখ খুলেছেন রামদেব। এবার তিনি পাল্টা অভিযোগ ছুড়েছেন বিরোধীদের দিকে। তিনি বললেন, ‘আমাকে জড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুনামহানির জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছেন কেউ কেউ। তারা আমার ভাবমূর্তিতে কালিমা লেপন করতে চান।’
জনতা দল (ইউনাইটেড)-এর এমপি কে সি ত্যাগী রামদেবের ‘পুত্রজীবক বীজ’ ওষুধের প্যাকেট নিয়ে রাজ্যসভায় প্রতিবাদ করেন। তাকে সব বিরোধী নেতাই সমর্থন করেন। এ ছাড়া সরকারদলীয়রাও রামদেবের পক্ষ নেননি।
রামদেবের দাবি, তার ওষুধ নিয়ে মিথ্যা ছড়িয়ে রাজনীতির জল ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। তারা প্রকৃত বিষয়টি বুঝতে পারেননি। অজ্ঞতা থেকে তারা বিতর্ক সৃষ্টি করছেন।
কে সি ত্যাগীকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন রামদেব। পুত্র জন্মানোর নিশ্চয়তা দিয়ে তৈরি ওষুধ নিয়ে মন্তব্য করা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।