কুষ্টিয়া : জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান সিটি নির্বাচন নিয়ে হতাশ ও উদ্বেগ প্রকাশ করার সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমরা কারো খাইও না, পড়িও না।
নির্বাচনের ১২ঘন্টার মধ্যে মন্তব্য করলেন। কি তথ্য উপাত্ত প্রমান আছে? স্বল্প সময়ে কি যন্ত্রের সাহায্যে তিন হাজার ভোট কেন্দ্রের তথ্য উপাত্ত পেলেন?
শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনীতির খেলা খেলবেন না। একাত্তরে খেলেছেন পারেন নি। আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে রাজনীতির ময়দানে হালাল করার চেষ্টা করবেন না।
বিএনপির উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, চক্রান্ত করে আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না।রাজনীতি করলে রাজনীতির ভাষায় কথা বলবেন, অস্ত্রের ভাষায় নয়।
ভেড়ামারা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আজাদ রহমান এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান