দিনাজপুর: বিরল সীমান্তে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তের ৩২১নম্বর মেইন পিলারের সাব পিলার ১০/১১ সংলগ্ন এলাকায় ভারতের ৫০০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনবাড়ী গ্রামের হবিবর রহমানের ছেলে।
সীমান্ত এলাকার আতিউর রহমান নামে এক বাসিন্দা জানান, রাত আনুমানিক সাড়ে ১১টায় ধর্মজৈন সীমান্তে বিএসএফ গুলির শব্দ শুনতে পেয়েছি। সকালে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারি আব্দুর রাজ্জাক নামে বাংলাদেশি গরু ব্যবসায়ী বিএসএফ গুলিতে নিহত হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ভারতীয় সীমানার অভ্যন্তরে ঘটেছে। এ কারণে আমরা নিশ্চিত নই সে বাংলাদেশি না ভারতীয়। তার জাতীয়তা জানার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছি। যদি নিহত ব্যক্তি বাংলাদেশি হয় তাহলে এ ব্যাপারে কড়া প্রতিবাদ জানানো হবে।