জাতিসংঘ মহাসচিব বান কি-মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন। আজ শুক্রবার বেলা পৌনে ২টার দিকে মহাসচিব ফোন করেন। ফোনে তিনি বাংলাদেশের সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী এনটিভি অনলাইনকে জানিয়েছেন।
শামীম চৌধুরী জানান, সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে জাতিসংঘ মহাসচিব ‘স্বস্তিকর’ বললেও নির্বাচন বর্জনের ঘটনাকে তিনি ‘দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব জানান, আজ বেলা ১টা ৪৮ মিনিটে জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীকে ফোন করেন। তাঁদের মধ্যে প্রায় ১৪ মিনিট কথা হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী মহাসচিবকে বলেছেন, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রাণহানি ছাড়া নির্বাচন হয়েছে।
এর আগে গত মঙ্গলবারই জাতিসংঘ মহাসচিব সিটি করপোরেশন নির্বাচনে সব অনিয়মের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রী নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে বলেছেন, বিএনপি গত তিন মাস মানুষ পুড়িয়ে হত্যা করেছে। সম্পদ নষ্ট করেছে। মানুষ এসব চায় না। এ কারণে মানুষ তাদের ভোট দেয়নি।
শামীম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ জানিয়েছেন, তিনি যেন বিএনপিকে ‘নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিহার করে গণতন্ত্রের পথে’ আসার আহ্বান জানান।
প্রেসসচিব আরো জানান, সিটি করপোরেশন নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি তাঁকে বলেছেন, ভোটের সংখ্যা অস্বাভাবিক নয়। তাই ভোট নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।
এর আগে গত ২৮ এপ্রিল বাংলাদেশের তিন সিটি করপোরেশন নির্বাচনে সব অনিয়মের তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ।