পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সিটি নির্বাচন : ইসিতে অভিযোগের স্তূপ

ঢাকা : ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র দখল, জালভোট, ফলাফলে ত্রুটি, ফল জালিয়াতি ও ভোট কারচুপি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগের স্তূপ। ভোটের দিন থেকে শুরু করে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রায় শতাধিক আবেদন জমা পড়ে দুই রিটার্নিং অফিসার ও ইসি কার্যালয়ে।

এর মধ্যে ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ভোটের দিনই নির্বাচন কমিশনের কাছে ৩৪টি অভিযোগ করেছেন। এ ছাড়া ভোটের পরের দিনও তিনি লিখিত অভিযোগ দিয়েছেন ইসির কাছে। এ ছাড়া ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষ থেকেও এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশন এসব অভিযোগ আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক প্রার্থী। তবে তাদের নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি উচ্চ আদালতেও যেতে পারেন প্রার্থীরা। এক্ষেত্রে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে নির্বাচনের অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে।

ইসি সূত্রে জানা যায়, প্রার্থীদের লিখিত অভিযোগে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী, ভোটগ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। অভিযোগের সঙ্গে কেউ কেউ ভোট কারচুপির চিত্র, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ছবির ক্লিপিংসহ নানান তথ্য-উপাত্ত দিয়েছেন। অভিযোগকারীরা বেশিরভাগই নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ না করা ও পুনঃ ভোটের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিয়ম অনুযায়ী প্রার্থীদের অভিযোগ ট্রাইব্যুনালে জানাতে পারেন। তারা ট্রাইব্যুনালে বিচার পাবেন। ভোটের দিন ইসিতে তাবিথের ৩৪ লিখিত অভিযোগ : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন বাতিল করে মেয়র পদে পুনর্র্নিবাচন দাবি করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ দাবি জানান তিনি। তাবিথ আউয়াল স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়- সদ্য সমাপ্ত সিটি নির্বাচন ‘পক্ষপাতদুষ্ট, প্রহসনমূলক ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তা বাতিলপূর্বক পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

এদিকে বুধবারও নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ইসিতে দায়ের করা অভিযোগে নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়ম এনে গেজেট প্রকাশ না করতে ইসির প্রতি অনুরোধ জানান। অভিযোগের সঙ্গে ভোটগ্রহণের অনিয়মের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ছবির ক্লিপিং জমা দেন তিনি। অভিযোগে আরও বলা হয়, ভোটগ্রহণের দিন সকাল ১০টার মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা সব কেন্দ্র দখলে নেয়। ভোট কেন্দ্রের মধ্যে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা অবাধে কেন্দ্রে বিচরণ করে এবং প্রিসাইডিং ও পোলিং অফিসারদের সহযোগিতায় ব্যালট পেপারে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে সিল মেরে অবাধে ব্যালট বাক্স ভর্তি করে রাখে। অভিযোগে তিনটি দাবি তুলে ধরে তিনি বলেন, নির্বাচনে যেসব অনিয়ম হয়েছে তা সুষ্ঠু তদন্ত করা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ব্যালট পেপার সিলগালা করে নিরাপদে সংরক্ষণ করা এবং তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন না হওয়া পর্যন্ত মেয়র পদের ভোটের সরকারি ফলাফল সংবলিত গেজেট প্রকাশ বন্ধ রাখা।

জানা গেছে, ভোটগ্রহণে কারচুপির কারণে এ নির্বাচনে বাতিল ভোটের রেকর্ড সৃষ্টি হয়েছে। এবার তিন সিটিতে ১ লাখ ২১ হাজার ৫টি ভোট বাতিল হয়েছে, যা প্রদত্ত ভোটের শতকরা ৪ দশমিক ৫৬ ভাগ। অতীতে ভোট বাতিলের হার ছিল ১ থেকে ২ শতাংশ। এর মধ্যে ঢাকা উত্তরে ৩৩ হাজার ৫৮১, দক্ষিণে ৪০ হাজার ১৩০ ও চট্টগ্রামে ৪৭ হাজার ২৯২টি বাতিল ভোট রয়েছে।

ইসি কর্মকর্তারা বলেছেন, নির্বাচন নিয়ে প্রতিবারই বিভিন্ন অভিযোগ আসে। এবার নির্বাচনে অভিযোগের সংখ্যা অন্য যেকোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি। গত দুই দিনে ইসিতেই ৪০ থেকে ৪২টি অভিযোগ জমা পড়েছে। ঢাকা দক্ষিণে প্রায় অর্ধশত অভিযোগ জমা পড়েছে। ঢাকা উত্তরে অভিযোগ জমা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। সবমিলিয়ে তিন সিটিতে অভিযোগের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে।

এদিকে ভোটের দিন বিভিন্ন ভোটকেন্দ্র থেকে মির্জা আব্বাস সমর্থিত পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। শান্তিনগরে একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এমন অভিযোগ করেন এবং লিখিত অভিযোগ দেন। তিনি অভিযোগ করে বলেন, ৪২টি কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন এ ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী আবুল কাশেম মোল্লা (ট্রাক্টর)। নির্বাচন কমিশনের কাছে এই ওয়ার্ডের বিজয়ী প্রার্থী কাজী টিপু সুলতানের (ঠেলাগাড়ি) বিরুদ্ধে প্রকাশ্যে ব্যালটে সিল মারারও অভিযোগ করেন তিনি। এই ওয়ার্ডের অনেক ভোটকেন্দ্র থেকেই তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী। এ ছাড়া ভোট কারচুপির বিষয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেছেন, পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় এসব কারচুপি হয়েছে। ৫টি কেন্দ্রে রেজাল্টশিট না দিয়েই এজেন্টদের বের করে দেওয়ারও অভিযোগ করেন তিনি। নির্বাচনী ফলাফল প্রকাশে অনিয়ম নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী খাজা হাবিবুল্লাহ হাবিব অভিযোগ দায়ের করেছেন। তিনি একটি কেন্দ্রের ফলাফল শিট দেখিয়ে বলেন, খোদেজা খাতুন প্রাইমারি স্কুলের পুরুষ ভোটার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬১৫ জন। কাউন্সিলর পদে ১ হাজার ৬৪টি ভোট পড়েছে। ওই শিটে অনুপস্থিত ভোটার দেখানো হয়েছে ১ হাজার ১৫১টি। বাকি ৪০০ ভোট তাহলে কোথায় গেছে- তা প্রশ্ন রাখেন তিনি। অথচ একই কেন্দ্রে মেয়র ফলাফলের শিটে প্রদত্ত ভোট দেখানো হয়েছে ১ হাজার ৬৬টি এবং অনুপস্থিত দেখানো হয়েছে ১ হাজার ৫৪৯ ভোট। এ বিষয়ে ইসিতে অভিযোগ করে খাজা হাবিবুল্লাহ হাবিব এ কেন্দ্রের ভোট পুনঃ গণনা বা পুনঃ ভোট গ্রহণের দাবি জানান। তিনি আরও বলেন, একটি কেন্দ্রে ৪০০ ভোট কারসাজি করে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ২৬৮ ভোটে বেশি দেখিয়ে জয়ী ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোক্তার সরদার অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ওই ওয়ার্ডে ১৭টি কেন্দ্রে তিনি ৩ হাজার ৪২৪ ভোট পেয়েছেন। অথচ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়জুল মুনির চৌধুরীকে ১৭ কেন্দ্রে ২ হাজার ৪৭৩ ভোট পাওয়ার পরও জয়ী ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটির সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পেয়ারা মোস্তাফা নির্বাচনে জালভোটের অভিযোগ ও ঢাকা দক্ষিণ সিটির ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মনির হোসেন কারচুপির অভিযোগ এনে ভোট পুনঃ গণনার দাবি জানান। ঢাকা উত্তর সিটির ১৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী রেজাউল হক ভূইয়া কেন্দ্র দখল, ভোট জালিয়াতির অভিযোগ এনে পুনর্র্নিবাচনের জন্য ইসিতে আবেদন জানান। ঢাকা দক্ষিণ সিটির ৫৪ নম্বর ওয়ার্ডের শরীফ মো. আলমগীর নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল ও জালিয়াতির অভিযোগ এনে ইসির কাছে প্রতিকার চেয়েছেন। দক্ষিণ সিটির ৩৪ ও ৪০ নম্বর ওয়ার্ডে পুনঃ ভোট চায় প্রার্থীরা : দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ ও ৪০ নম্বর ওয়ার্ডে পুনঃ ভোটের দাবি জানিয়েছেন প্রার্থীরা। রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন করে তারা এ দাবি করেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। যার নম্বর ২২৪৮। গত ২৮ এপ্রিল ভোটগ্রহণ চলাকালে সন্ত্রাসী হামলা ও অনিয়মের কারণে ওই দুটি ওয়ার্ডের ভোটাররা স্বাভাবিকভাবে ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলার প্রার্থী এস এম নাজিমউদ্দিন বলেন, সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র নং-৫৬৫, বুথ-২, ভোটার এলাকা নং-১৬৪৩, হোল্ডিং নং-১ থেকে ১৫৯ নম্বর লুৎফর রহমান লেনের দুই হাজার ২২৮ জন ভোটার তাদের ভোট দিতে পারেননি। কারণ ভোটকেন্দ্রে প্রধান গেট বন্ধ করে গণহারে ব্যালটবাক্স ভর্তি করেছিল যুবলীগের কর্মীরা। এ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ না হওয়ায় পুনঃ ভোটের দাবি জানিয়েছি। একই ভাবে, দক্ষিণ সিটির ৪০ নম্বর ওয়ার্ডেও পুনঃ ভোটের দাবি করা হয়েছে। এ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. আসাদউল্লাহ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদনে এ দাবি জানিয়েছেন। লিখিত অভিযোগে তিনি বলেন, ৪০ নম্বর ওয়ার্ডের মিতালী বিদ্যাপীঠ কেন্দ্রে বোমাবাজি ও সন্ত্রাসীবাহিনীর হামলার কারণে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেননি ভোটাররা। অতর্কিত হামলার কারণে ভোট দিতে আসা অনেকে হামলার শিকার হন এবং প্রাণ ভয়ে মহিলারা ভোট না দিয়েই বাড়ি ফিরে যান। তাই মিতালী বিদ্যাপীঠের চারটি কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার জন্য কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন এ প্রার্থী। এদিকে চট্টগ্রামের ১ সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফেরদৌস বেগম মুন্নি পুনর্র্নিবাচনের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগে বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ কাশফিয়া নাহরিনের সন্ত্রাসী বাহিনী মুন্নির এজেন্ট বের করে দিয়ে অন্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে আঁতাত করেও ব্যালটে সিল মেরেছে। এবং চট্টগ্রামের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুস সবুর লিটনও ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করেন। তিনি সংশোধিত ফলাফল প্রকাশের দাবিও করেছেন। এছাড়া চট্টগ্রামের ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেখা আলম চৌধুরী পুনর্র্নিবাচন ও গেজেট না প্রকাশে দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন এই ওয়ার্ডের সব ভোটকেন্দ্রে সন্ত্রাসীর মাধ্যমে কেন্দ্রে দখল করে নীলু নাগের পক্ষে পান পাতা প্রতীকে সিল মারা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

সিটি নির্বাচন : ইসিতে অভিযোগের স্তূপ

আপডেট টাইম : ০৩:৫৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০১৫

ঢাকা : ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র দখল, জালভোট, ফলাফলে ত্রুটি, ফল জালিয়াতি ও ভোট কারচুপি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগের স্তূপ। ভোটের দিন থেকে শুরু করে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রায় শতাধিক আবেদন জমা পড়ে দুই রিটার্নিং অফিসার ও ইসি কার্যালয়ে।

এর মধ্যে ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ভোটের দিনই নির্বাচন কমিশনের কাছে ৩৪টি অভিযোগ করেছেন। এ ছাড়া ভোটের পরের দিনও তিনি লিখিত অভিযোগ দিয়েছেন ইসির কাছে। এ ছাড়া ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষ থেকেও এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশন এসব অভিযোগ আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক প্রার্থী। তবে তাদের নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি উচ্চ আদালতেও যেতে পারেন প্রার্থীরা। এক্ষেত্রে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে নির্বাচনের অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে।

ইসি সূত্রে জানা যায়, প্রার্থীদের লিখিত অভিযোগে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী, ভোটগ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। অভিযোগের সঙ্গে কেউ কেউ ভোট কারচুপির চিত্র, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ছবির ক্লিপিংসহ নানান তথ্য-উপাত্ত দিয়েছেন। অভিযোগকারীরা বেশিরভাগই নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ না করা ও পুনঃ ভোটের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিয়ম অনুযায়ী প্রার্থীদের অভিযোগ ট্রাইব্যুনালে জানাতে পারেন। তারা ট্রাইব্যুনালে বিচার পাবেন। ভোটের দিন ইসিতে তাবিথের ৩৪ লিখিত অভিযোগ : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন বাতিল করে মেয়র পদে পুনর্র্নিবাচন দাবি করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ দাবি জানান তিনি। তাবিথ আউয়াল স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়- সদ্য সমাপ্ত সিটি নির্বাচন ‘পক্ষপাতদুষ্ট, প্রহসনমূলক ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তা বাতিলপূর্বক পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

এদিকে বুধবারও নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ইসিতে দায়ের করা অভিযোগে নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়ম এনে গেজেট প্রকাশ না করতে ইসির প্রতি অনুরোধ জানান। অভিযোগের সঙ্গে ভোটগ্রহণের অনিয়মের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ছবির ক্লিপিং জমা দেন তিনি। অভিযোগে আরও বলা হয়, ভোটগ্রহণের দিন সকাল ১০টার মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা সব কেন্দ্র দখলে নেয়। ভোট কেন্দ্রের মধ্যে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা অবাধে কেন্দ্রে বিচরণ করে এবং প্রিসাইডিং ও পোলিং অফিসারদের সহযোগিতায় ব্যালট পেপারে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে সিল মেরে অবাধে ব্যালট বাক্স ভর্তি করে রাখে। অভিযোগে তিনটি দাবি তুলে ধরে তিনি বলেন, নির্বাচনে যেসব অনিয়ম হয়েছে তা সুষ্ঠু তদন্ত করা, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ব্যালট পেপার সিলগালা করে নিরাপদে সংরক্ষণ করা এবং তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন না হওয়া পর্যন্ত মেয়র পদের ভোটের সরকারি ফলাফল সংবলিত গেজেট প্রকাশ বন্ধ রাখা।

জানা গেছে, ভোটগ্রহণে কারচুপির কারণে এ নির্বাচনে বাতিল ভোটের রেকর্ড সৃষ্টি হয়েছে। এবার তিন সিটিতে ১ লাখ ২১ হাজার ৫টি ভোট বাতিল হয়েছে, যা প্রদত্ত ভোটের শতকরা ৪ দশমিক ৫৬ ভাগ। অতীতে ভোট বাতিলের হার ছিল ১ থেকে ২ শতাংশ। এর মধ্যে ঢাকা উত্তরে ৩৩ হাজার ৫৮১, দক্ষিণে ৪০ হাজার ১৩০ ও চট্টগ্রামে ৪৭ হাজার ২৯২টি বাতিল ভোট রয়েছে।

ইসি কর্মকর্তারা বলেছেন, নির্বাচন নিয়ে প্রতিবারই বিভিন্ন অভিযোগ আসে। এবার নির্বাচনে অভিযোগের সংখ্যা অন্য যেকোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি। গত দুই দিনে ইসিতেই ৪০ থেকে ৪২টি অভিযোগ জমা পড়েছে। ঢাকা দক্ষিণে প্রায় অর্ধশত অভিযোগ জমা পড়েছে। ঢাকা উত্তরে অভিযোগ জমা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। সবমিলিয়ে তিন সিটিতে অভিযোগের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে।

এদিকে ভোটের দিন বিভিন্ন ভোটকেন্দ্র থেকে মির্জা আব্বাস সমর্থিত পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। শান্তিনগরে একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এমন অভিযোগ করেন এবং লিখিত অভিযোগ দেন। তিনি অভিযোগ করে বলেন, ৪২টি কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন এ ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী আবুল কাশেম মোল্লা (ট্রাক্টর)। নির্বাচন কমিশনের কাছে এই ওয়ার্ডের বিজয়ী প্রার্থী কাজী টিপু সুলতানের (ঠেলাগাড়ি) বিরুদ্ধে প্রকাশ্যে ব্যালটে সিল মারারও অভিযোগ করেন তিনি। এই ওয়ার্ডের অনেক ভোটকেন্দ্র থেকেই তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী। এ ছাড়া ভোট কারচুপির বিষয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেছেন, পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় এসব কারচুপি হয়েছে। ৫টি কেন্দ্রে রেজাল্টশিট না দিয়েই এজেন্টদের বের করে দেওয়ারও অভিযোগ করেন তিনি। নির্বাচনী ফলাফল প্রকাশে অনিয়ম নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী খাজা হাবিবুল্লাহ হাবিব অভিযোগ দায়ের করেছেন। তিনি একটি কেন্দ্রের ফলাফল শিট দেখিয়ে বলেন, খোদেজা খাতুন প্রাইমারি স্কুলের পুরুষ ভোটার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬১৫ জন। কাউন্সিলর পদে ১ হাজার ৬৪টি ভোট পড়েছে। ওই শিটে অনুপস্থিত ভোটার দেখানো হয়েছে ১ হাজার ১৫১টি। বাকি ৪০০ ভোট তাহলে কোথায় গেছে- তা প্রশ্ন রাখেন তিনি। অথচ একই কেন্দ্রে মেয়র ফলাফলের শিটে প্রদত্ত ভোট দেখানো হয়েছে ১ হাজার ৬৬টি এবং অনুপস্থিত দেখানো হয়েছে ১ হাজার ৫৪৯ ভোট। এ বিষয়ে ইসিতে অভিযোগ করে খাজা হাবিবুল্লাহ হাবিব এ কেন্দ্রের ভোট পুনঃ গণনা বা পুনঃ ভোট গ্রহণের দাবি জানান। তিনি আরও বলেন, একটি কেন্দ্রে ৪০০ ভোট কারসাজি করে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ২৬৮ ভোটে বেশি দেখিয়ে জয়ী ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোক্তার সরদার অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ওই ওয়ার্ডে ১৭টি কেন্দ্রে তিনি ৩ হাজার ৪২৪ ভোট পেয়েছেন। অথচ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়জুল মুনির চৌধুরীকে ১৭ কেন্দ্রে ২ হাজার ৪৭৩ ভোট পাওয়ার পরও জয়ী ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটির সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পেয়ারা মোস্তাফা নির্বাচনে জালভোটের অভিযোগ ও ঢাকা দক্ষিণ সিটির ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মনির হোসেন কারচুপির অভিযোগ এনে ভোট পুনঃ গণনার দাবি জানান। ঢাকা উত্তর সিটির ১৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী রেজাউল হক ভূইয়া কেন্দ্র দখল, ভোট জালিয়াতির অভিযোগ এনে পুনর্র্নিবাচনের জন্য ইসিতে আবেদন জানান। ঢাকা দক্ষিণ সিটির ৫৪ নম্বর ওয়ার্ডের শরীফ মো. আলমগীর নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল ও জালিয়াতির অভিযোগ এনে ইসির কাছে প্রতিকার চেয়েছেন। দক্ষিণ সিটির ৩৪ ও ৪০ নম্বর ওয়ার্ডে পুনঃ ভোট চায় প্রার্থীরা : দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ ও ৪০ নম্বর ওয়ার্ডে পুনঃ ভোটের দাবি জানিয়েছেন প্রার্থীরা। রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন করে তারা এ দাবি করেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। যার নম্বর ২২৪৮। গত ২৮ এপ্রিল ভোটগ্রহণ চলাকালে সন্ত্রাসী হামলা ও অনিয়মের কারণে ওই দুটি ওয়ার্ডের ভোটাররা স্বাভাবিকভাবে ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলার প্রার্থী এস এম নাজিমউদ্দিন বলেন, সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র নং-৫৬৫, বুথ-২, ভোটার এলাকা নং-১৬৪৩, হোল্ডিং নং-১ থেকে ১৫৯ নম্বর লুৎফর রহমান লেনের দুই হাজার ২২৮ জন ভোটার তাদের ভোট দিতে পারেননি। কারণ ভোটকেন্দ্রে প্রধান গেট বন্ধ করে গণহারে ব্যালটবাক্স ভর্তি করেছিল যুবলীগের কর্মীরা। এ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ না হওয়ায় পুনঃ ভোটের দাবি জানিয়েছি। একই ভাবে, দক্ষিণ সিটির ৪০ নম্বর ওয়ার্ডেও পুনঃ ভোটের দাবি করা হয়েছে। এ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. আসাদউল্লাহ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদনে এ দাবি জানিয়েছেন। লিখিত অভিযোগে তিনি বলেন, ৪০ নম্বর ওয়ার্ডের মিতালী বিদ্যাপীঠ কেন্দ্রে বোমাবাজি ও সন্ত্রাসীবাহিনীর হামলার কারণে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেননি ভোটাররা। অতর্কিত হামলার কারণে ভোট দিতে আসা অনেকে হামলার শিকার হন এবং প্রাণ ভয়ে মহিলারা ভোট না দিয়েই বাড়ি ফিরে যান। তাই মিতালী বিদ্যাপীঠের চারটি কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার জন্য কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন এ প্রার্থী। এদিকে চট্টগ্রামের ১ সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফেরদৌস বেগম মুন্নি পুনর্র্নিবাচনের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগে বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ কাশফিয়া নাহরিনের সন্ত্রাসী বাহিনী মুন্নির এজেন্ট বের করে দিয়ে অন্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে আঁতাত করেও ব্যালটে সিল মেরেছে। এবং চট্টগ্রামের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুস সবুর লিটনও ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করেন। তিনি সংশোধিত ফলাফল প্রকাশের দাবিও করেছেন। এছাড়া চট্টগ্রামের ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেখা আলম চৌধুরী পুনর্র্নিবাচন ও গেজেট না প্রকাশে দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন এই ওয়ার্ডের সব ভোটকেন্দ্রে সন্ত্রাসীর মাধ্যমে কেন্দ্রে দখল করে নীলু নাগের পক্ষে পান পাতা প্রতীকে সিল মারা হয়েছে।