বাংলার খবর২৪.কম,আবুল : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচেতনভাবে গণতন্ত্র হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, এখনও সময় আছে জনগণের কাতারে আসুন। দল নয়, দেশ ও মানুষের কথা ভাবুন। সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র হত্যার পরিকল্পনার অংশ হিসেবে ৫ জানুয়ারির নির্বাচনী নাটক সাজানো হয়েছিল।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সম্পর্কে ফখরুল বলেন, বিচারপতিদের অবিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার অর্থ হলো এর পুরোপুরি ক্ষমতা আওয়ামী লীগের অধীনে নিয়ে নেওয়া। আর তা বাস্তবায়নের দিকেই হাঁটছেন এই অবৈধ সরকার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, এনপিপি’র সভাপতি ড.ফরিদুজ্জমান ফরহাদ।