পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে সাইনবোর্ড টানানোর নির্দেশ

ঢাকা : ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বিশেষ রঙ দিয়ে চিহ্নিত করে তাতে ঝুঁকিপূর্ণ ভবন লেখা সাইনবোর্ড লাগানোর নির্দেশ দিয়েছে সরকার।

ভূমিকম্পে ঢাকায় কয়েকটি ভবন হেলে পড়ার ঘটনার প্রেক্ষাপটে জাতীয় ভূমিকম্প প্রস্তুতি এবং সচেতনতা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত আসে।

ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা এর আগে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল জানিয়েছেন, ঢাকায় ৭২ হাজারের মতো ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে।

গণপূর্ত মন্ত্রণালয় ধারণা থেকে এমন সংখ্যা তারা জাতীয় কমিটির বৈঠকে তুলে ধরেছেন।

কিন্তু বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, সেগুলোকে চিহ্নিত করে ট্যাগ লাগানোর কাজ সহজ হবে না।

সকল ঝুঁকিপূর্ণ ভবনে সাইনবোর্ড লাগানো নিয়ে সরকার এবং বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ রয়েছে।

বাংলাদেশ প্র্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী ভূমিকম্প প্রস্তুতি এবং নিরাপত্তা বিষয়ে কাজ করেন।

তিনি বলেছেন, মধুপুরে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ধরে নিয়ে ঢাকায় ৩ লাখ ২৬ হাজার ভবনের ভিত্তিতে ৭০ হাজারের বেশি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে।

তিনি বলেন, “এটা ধারণা থেকে বলা হচ্ছে। ফলে সব ভবন পরীক্ষা করে চিহ্নিত করে সাইনবোর্ড টানানোর কাজটি বেশ কঠিন এবং সময়ের ব্যাপার।”

গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মনে করেন, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে তাতে সাইনবোর্ড টানানোর কাজ কঠিন হলেও এটা করা সম্ভব এবং এবার তারা কার্যকর পদক্ষেপ নেবেন।

কিন্তু কিভাবে করা হবে, সে ব্যাপারে তারা আবারো বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।

মন্ত্রী উল্লেখ করেছেন, চিহ্নিত করা হলে প্রথমে ভবন রেখে রক্ষার চেষ্টা করা হবে। সেটা সম্ভব না হলে ভেঙ্গে ফেলা হবে।

এদিকে, কয়েকদিন আগে ভূমিকম্পে ঢাকায় ৮টি ভবন হেলে পড়ে এবং কয়েকটিতে ফাটল দেখা দেয়।

এগুলোর কারণ অনুসন্ধান করে গণপূর্ত মন্ত্রনালয়কে ২০শে মে’র মধ্যে জাতীয় কমিটির কাছে প্রতিবেদন পেশ করতে হবে।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে সাইনবোর্ড টানানোর নির্দেশ

আপডেট টাইম : ০৩:২৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০১৫

ঢাকা : ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বিশেষ রঙ দিয়ে চিহ্নিত করে তাতে ঝুঁকিপূর্ণ ভবন লেখা সাইনবোর্ড লাগানোর নির্দেশ দিয়েছে সরকার।

ভূমিকম্পে ঢাকায় কয়েকটি ভবন হেলে পড়ার ঘটনার প্রেক্ষাপটে জাতীয় ভূমিকম্প প্রস্তুতি এবং সচেতনতা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত আসে।

ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা এর আগে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল জানিয়েছেন, ঢাকায় ৭২ হাজারের মতো ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে।

গণপূর্ত মন্ত্রণালয় ধারণা থেকে এমন সংখ্যা তারা জাতীয় কমিটির বৈঠকে তুলে ধরেছেন।

কিন্তু বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, সেগুলোকে চিহ্নিত করে ট্যাগ লাগানোর কাজ সহজ হবে না।

সকল ঝুঁকিপূর্ণ ভবনে সাইনবোর্ড লাগানো নিয়ে সরকার এবং বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ রয়েছে।

বাংলাদেশ প্র্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী ভূমিকম্প প্রস্তুতি এবং নিরাপত্তা বিষয়ে কাজ করেন।

তিনি বলেছেন, মধুপুরে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ধরে নিয়ে ঢাকায় ৩ লাখ ২৬ হাজার ভবনের ভিত্তিতে ৭০ হাজারের বেশি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে।

তিনি বলেন, “এটা ধারণা থেকে বলা হচ্ছে। ফলে সব ভবন পরীক্ষা করে চিহ্নিত করে সাইনবোর্ড টানানোর কাজটি বেশ কঠিন এবং সময়ের ব্যাপার।”

গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মনে করেন, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে তাতে সাইনবোর্ড টানানোর কাজ কঠিন হলেও এটা করা সম্ভব এবং এবার তারা কার্যকর পদক্ষেপ নেবেন।

কিন্তু কিভাবে করা হবে, সে ব্যাপারে তারা আবারো বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।

মন্ত্রী উল্লেখ করেছেন, চিহ্নিত করা হলে প্রথমে ভবন রেখে রক্ষার চেষ্টা করা হবে। সেটা সম্ভব না হলে ভেঙ্গে ফেলা হবে।

এদিকে, কয়েকদিন আগে ভূমিকম্পে ঢাকায় ৮টি ভবন হেলে পড়ে এবং কয়েকটিতে ফাটল দেখা দেয়।

এগুলোর কারণ অনুসন্ধান করে গণপূর্ত মন্ত্রনালয়কে ২০শে মে’র মধ্যে জাতীয় কমিটির কাছে প্রতিবেদন পেশ করতে হবে।

সূত্র: বিবিসি