অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মোটরসাইকেল দুর্ঘটনায় নিলয় চন্দ্র নামে এক যুবক নিহত Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর

৬০টি কলা, অতঃপর চুরির গহনার শরীর ত্যাগ

ডেস্ক : ভারতে একজন সন্দেহভাজন চোরকে জোর করে ৬০টি কলা এবং বিশেষ পানীয় খাওয়ানোর পর তার পেটে আটকে থাকা সোনার গহনা মলের সাথে বেরিয়ে আসে।

গত সোমবার অনিল ইয়াদব একজন মহিলার গলা থেকে ৬৩ হাজার রুপি দামের মালা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।

মুম্বাইয়ের এক হাসপাতালে মি: ইয়াদবের শরীর এক্স-রে মেশিন দিয়ে স্ক্যান করলে তার পেটে গহনাটি আটকে থাকতে দেখা যায়।

হাসপাতালে ডাক্তাররা অনিল ইয়াদবকে চারবার ‘এনেমা’ দেন – অর্থাৎ তার বায়ুদেশ দিয়ে সিরিঞ্জের মাধ্যমে বিশেষ তরল পদার্থ তার পেটে দেওয়া হয়।

তবে গহনার মালিক এখন বলছেন তিনি এই গহনা আর ব্যবহার করবেন না।

রাজাশ্রী মায়াকার ‘মিড ডে’ পত্রিকার সংবাদদাতা সৌরভ ভাকতানিয়াকে জানিয়েছেন, তিনি মালাটা সোনার দোকানে নিয়ে যাবেন, এবং সেটা গলিয়ে নতুন গহনা তৈরি করতে বলবেন।

অনিল ইয়াদবের অভ্যন্তর: চুরির গহনা পেটে আটক।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেন বৃহস্পতিবার সকালে মলত্যাগের সময় গহনাটি মি: ইয়াদব-এর শরীর থেকে বেরিয়ে আসে।

এই কাজ সম্ভব করার জন্য তাকে কলা, দুধ এবং এন্টাসিড খাওয়ানো হয়েছিল।

ডাক্তাররা বলেন মালার সাথে বড় আকারের একটি লকেট থাকায় সেটা আটকে যাচ্ছিলো, এবং পুরোপুরি বের হতে অনেক সময় লাগে।

মুম্বাই পুলিশ বিবিসিকে জানায়, ৩০-বছর বয়স্ক মি: ইয়াদব শহরের সিওন এলাকায় ৫২-বছর বয়স্ক মিসেস মায়াকারের গলা থেকে ২৫ গ্রাম ওজনের মালাটি ছিনিয়ে নেয়।

এলাকার লোকজন এবং পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে।

কয়েকজন ধাওয়াকারী পরে বলেন যে মি: ইয়াদব আটক হবার সময় মালাটি গিলে ফেলেছেন। তখন তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করা হয়।

তবে কিছু ডাক্তার বলেছেন জোর করে মলত্যাগের জন্য কলা না ব্যবহার করে ওষুধ ব্যবহার করা উচিত ছিল। তাতে কাজটা আরো দ্রুত এবং সহজ হতো।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিলয় চন্দ্র নামে এক যুবক নিহত

৬০টি কলা, অতঃপর চুরির গহনার শরীর ত্যাগ

আপডেট টাইম : ০৩:২৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০১৫

ডেস্ক : ভারতে একজন সন্দেহভাজন চোরকে জোর করে ৬০টি কলা এবং বিশেষ পানীয় খাওয়ানোর পর তার পেটে আটকে থাকা সোনার গহনা মলের সাথে বেরিয়ে আসে।

গত সোমবার অনিল ইয়াদব একজন মহিলার গলা থেকে ৬৩ হাজার রুপি দামের মালা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।

মুম্বাইয়ের এক হাসপাতালে মি: ইয়াদবের শরীর এক্স-রে মেশিন দিয়ে স্ক্যান করলে তার পেটে গহনাটি আটকে থাকতে দেখা যায়।

হাসপাতালে ডাক্তাররা অনিল ইয়াদবকে চারবার ‘এনেমা’ দেন – অর্থাৎ তার বায়ুদেশ দিয়ে সিরিঞ্জের মাধ্যমে বিশেষ তরল পদার্থ তার পেটে দেওয়া হয়।

তবে গহনার মালিক এখন বলছেন তিনি এই গহনা আর ব্যবহার করবেন না।

রাজাশ্রী মায়াকার ‘মিড ডে’ পত্রিকার সংবাদদাতা সৌরভ ভাকতানিয়াকে জানিয়েছেন, তিনি মালাটা সোনার দোকানে নিয়ে যাবেন, এবং সেটা গলিয়ে নতুন গহনা তৈরি করতে বলবেন।

অনিল ইয়াদবের অভ্যন্তর: চুরির গহনা পেটে আটক।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেন বৃহস্পতিবার সকালে মলত্যাগের সময় গহনাটি মি: ইয়াদব-এর শরীর থেকে বেরিয়ে আসে।

এই কাজ সম্ভব করার জন্য তাকে কলা, দুধ এবং এন্টাসিড খাওয়ানো হয়েছিল।

ডাক্তাররা বলেন মালার সাথে বড় আকারের একটি লকেট থাকায় সেটা আটকে যাচ্ছিলো, এবং পুরোপুরি বের হতে অনেক সময় লাগে।

মুম্বাই পুলিশ বিবিসিকে জানায়, ৩০-বছর বয়স্ক মি: ইয়াদব শহরের সিওন এলাকায় ৫২-বছর বয়স্ক মিসেস মায়াকারের গলা থেকে ২৫ গ্রাম ওজনের মালাটি ছিনিয়ে নেয়।

এলাকার লোকজন এবং পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে।

কয়েকজন ধাওয়াকারী পরে বলেন যে মি: ইয়াদব আটক হবার সময় মালাটি গিলে ফেলেছেন। তখন তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করা হয়।

তবে কিছু ডাক্তার বলেছেন জোর করে মলত্যাগের জন্য কলা না ব্যবহার করে ওষুধ ব্যবহার করা উচিত ছিল। তাতে কাজটা আরো দ্রুত এবং সহজ হতো।

সূত্র : বিবিসি