ডেস্ক : ভারতে একজন সন্দেহভাজন চোরকে জোর করে ৬০টি কলা এবং বিশেষ পানীয় খাওয়ানোর পর তার পেটে আটকে থাকা সোনার গহনা মলের সাথে বেরিয়ে আসে।
গত সোমবার অনিল ইয়াদব একজন মহিলার গলা থেকে ৬৩ হাজার রুপি দামের মালা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।
মুম্বাইয়ের এক হাসপাতালে মি: ইয়াদবের শরীর এক্স-রে মেশিন দিয়ে স্ক্যান করলে তার পেটে গহনাটি আটকে থাকতে দেখা যায়।
হাসপাতালে ডাক্তাররা অনিল ইয়াদবকে চারবার ‘এনেমা’ দেন – অর্থাৎ তার বায়ুদেশ দিয়ে সিরিঞ্জের মাধ্যমে বিশেষ তরল পদার্থ তার পেটে দেওয়া হয়।
তবে গহনার মালিক এখন বলছেন তিনি এই গহনা আর ব্যবহার করবেন না।
রাজাশ্রী মায়াকার ‘মিড ডে’ পত্রিকার সংবাদদাতা সৌরভ ভাকতানিয়াকে জানিয়েছেন, তিনি মালাটা সোনার দোকানে নিয়ে যাবেন, এবং সেটা গলিয়ে নতুন গহনা তৈরি করতে বলবেন।
অনিল ইয়াদবের অভ্যন্তর: চুরির গহনা পেটে আটক।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেন বৃহস্পতিবার সকালে মলত্যাগের সময় গহনাটি মি: ইয়াদব-এর শরীর থেকে বেরিয়ে আসে।
এই কাজ সম্ভব করার জন্য তাকে কলা, দুধ এবং এন্টাসিড খাওয়ানো হয়েছিল।
ডাক্তাররা বলেন মালার সাথে বড় আকারের একটি লকেট থাকায় সেটা আটকে যাচ্ছিলো, এবং পুরোপুরি বের হতে অনেক সময় লাগে।
মুম্বাই পুলিশ বিবিসিকে জানায়, ৩০-বছর বয়স্ক মি: ইয়াদব শহরের সিওন এলাকায় ৫২-বছর বয়স্ক মিসেস মায়াকারের গলা থেকে ২৫ গ্রাম ওজনের মালাটি ছিনিয়ে নেয়।
এলাকার লোকজন এবং পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে।
কয়েকজন ধাওয়াকারী পরে বলেন যে মি: ইয়াদব আটক হবার সময় মালাটি গিলে ফেলেছেন। তখন তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করা হয়।
তবে কিছু ডাক্তার বলেছেন জোর করে মলত্যাগের জন্য কলা না ব্যবহার করে ওষুধ ব্যবহার করা উচিত ছিল। তাতে কাজটা আরো দ্রুত এবং সহজ হতো।
সূত্র : বিবিসি