ঢাকা : ‘প্রশ্নবিদ্ধ’ তিন সিটি নির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও কারচুপির তদন্ত করতে একটি কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বিএনপি’র একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী সপ্তাহে এ কমিটি গঠন করা হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি।
এদিকে বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চসিক নির্বাচনে বিএনপি’র সমন্বয়ক ও নগর বিএনপি’র সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় তাবিথ আউয়াল ও আফরোজা আব্বাসও উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার বিতর্কিত সিটি নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংবাদ সম্মেলন করার পরামর্শ দিয়েছেন ‘আদর্শ ঢাকা আন্দোলন’র নেতারা।
খালেদা জিয়া বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান