চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শাখাওয়াত হোসেনকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
শাখাওয়াত হোসেন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, দুপুর আড়াইটায় দু‘গ্রুপের মধ্যকার সংঘর্ষের প্রতিবাদে চবি ছাত্রলীগের ক্যাম্পাস ভিত্তিক গ্রুপ ‘বাংলার মুখ’ এর কর্মীরা বিকেল চারটার ক্যাম্পাস থেকে শহরগামী শাটল ট্রেনটি আটকে দেয় ও ট্রেনের লোকো মাস্টারকে মারধর করে। ঐ ঘটনার ছবি তুলতে গেলে তারা সাংবাদিক শাখাওয়াত হোসেনকে মারধর ও তার মোবাইল ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে শাখাওয়াত হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আগ্নেয়াস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া ও লোকো মাস্টারকে মারধরের ঘটনার ছবি তুলতে গেলে বাংলার মুখের ছেলেরা আমাকে মারধর করে এবং আমার মোবাইলটি কেড়ে নিয়ে ভাংচুর করে।” হামলাকারীরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী বলেও জানান তিনি।
জানা যায়, ছাত্রলীগের ক্যাম্পাস ভিত্তিক গ্রুপ ‘বাংলার মুখ’ নিয়ন্ত্রণ করে বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী এবং বগি ভিত্তিক গ্রুপ ‘সিক্সটি নাইন’ নিয়ন্ত্রণ করে বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু। দুই গ্রুপই নবনির্বাচিত মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ‘সিক্সটি নাইন’ ও ক্যাম্পাস ছাত্রলীগ ‘বাংলার মুখ’ এর নেতা-কর্মীরা। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের সহ দুই গ্রুপের প্রায় ১০জন নেতা-কর্মী আহত হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান