ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সিটি নির্বাচন বর্জন করে বিএনপি নেতারা এখন আফসোস করছেন। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করে নির্বাচন বর্জন করলেন তারা। তবে তাদের দলের নেতারা এখন আফসোস করে বলছেন- কেন নির্বাচন বর্জন করলাম।’
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএসএমএমইউ-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টা নির্বাচনে অংশ নিয়ে ৩ লাখের বেশি ভোট পেয়ে এখন খালেদা জিয়াসহ বিএনপি নেতারা আফসোস করছেন। এতো ভোট পেয়ে নির্বাচন বর্জন করলেন কেন! নির্বাচনে ভোট কারচুপি হয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করছেন। কিন্তু নির্বাচনে যদি ভোট কারচুপি হয়েই থাকে, ততে আপনারা এতো ভোট পেলেন কীভাবে?’
খালেদা জিয়াকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো রাজনীতি শিখতে হলে আপনার আরো ৫০ বছর সময় লাগবে। প্রথমে শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবেন না বলে ঘোষণা দিলেও, কিন্তু সিটি নির্বাচনে এলেন। কর্মীদের মতো লিফলেটও বিলি করলেন। কিন্তু আবার মাঠ ছেড়ে চলে গেলেন কেন? এমন খেলোয়াড় নিয়ে নির্বাচনে এলেন কেন? আবার মাঝ পথে নির্বাচনের মাঠ ছেড়ে পালিয়ে গেলেন কেন? কোন ধরনের খেলোয়াড় নিয়ে আপনি খেলতে আসেন যে, তারা মাঠ ছেড়ে পালিয়ে যায়। আসলে নির্বাচন ভুণ্ডল করার জন্যই মাঠে এসেছিলেন তারা।’
রোগীদের সেবার মান বৃদ্ধি করতে ডাক্তারদের আরো বেশি মনোনিবেশ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের সকল কথা আমি শুনবো। আপনারা আএরা বেশি করে রোগীর সেবা দিন। আপনারা আরো বেশি বেশি হাসপাতালে সকাল-বিকেল রাউন্ড দেবেন। যাতে করে কোনো রোগী যেনো সেবা থেকে বঞ্চিত না হয়।’
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের নিচতলায় বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বটতলা থেকে র্যালি বের করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় পত্তাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, স্মরণিকা প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের মাসিক মুখপাত্র প্রকাশসহ সংবাদপত্রে ক্রোড়পত্র ছাপানো হয়েছে।