সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী প্রতিনিধি ॥
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় পিরোজপুর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কাউখালী উপজেলায় ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প ও খেলোয়ার বাছাই সমাপনী অনুষ্ঠান বুধবার বিকালে বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাপনী অনুষ্ঠানের শিক্ষক মোঃ বাবর তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক রঞ্জন বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন, সামজ সেবক আ. লতিফ খসরু, শিক্ষক দুলাল বিশ্বাস প্রমুখ। প্রশিক্ষক ছিলেন রফিকুল ইসলাম ও মারুফুর রহমান রাজু। ২৮ জন খেলোয়ারকে খেলার সরঞ্জাম এবং সনদ পত্র প্রদান করা হয়।
কাউখালীতে কমিউনিটি ক্লিনিকে এক নবজাতকের জন্ম
পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি ক্লিনিকে এক নবজাতকের জন্ম হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার জোলাগাতী মোল্লারহাট কমিউনিটি ক্লিনিকে একটি কন্যা শিশুর জন্ম হয়। ঐ ক্লিনিকের সিএইচসিপি মোস্তফা তালুকদার জানান, জোলাগাতী গ্রামের আক্কাস সিকদারের গর্ভবতী স্ত্রী আসমা বেগমের (৩২) প্রসব বেদনা উঠলে ঐ ক্লিনিকের সিএইচসিপিকে বিষয়টি জানান। পরে সিএইচসিপি মোস্তফা তালুকদারের পরামর্শক্রমে সকাল ৮ টার দিকে আসমা বেগমকে তার কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসা হয়। এসময় ঐ গ্রামের পিয়ারা বেগম নামে প্রশিক্ষন প্রাপ্ত এক ধাত্রীর মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। সকাল ১০টা ১০ মিনিটে আসমা বেগমের একটি ফুটফুটে কন্যা শিশুর জন্ম হয়। কাউখালী উপজেলায় এই প্রথম কোন কমিউনিটি ক্লিনিকে সিসি কর্তৃপক্ষের নিজস্ব তত্ত্বাবধানে ডেলিভারীর ব্যাবস্থা করার কথা শুনে এলাকার অসংখ্য নারী পুরুষ সেখানে ভিড় জমান।
এ ব্যপারে আসমা বেগমের স্বামী আক্কাস সিকদার জানান, বর্তমানে আমার স্ত্রী ও শিশু দুজনেই সুস্থ্য রয়েছে। এ জন্য তিনি সিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান