ঢাকা : সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের ভাতা নিয়ে পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনসারের কয়েক সদস্য গুরুতর আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার বিকেলে মিরপুর দারুস সালাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) কাওসার জানান, আনসারের কিছু সদস্য নির্বাচনে দায়িত্ব পালনের টাকা না পাওয়ার অভিযোগ এনে ওই এলাকায় একত্রিত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
তবে আনসারের সদস্যরা দাবি করেছেন, পুলিশের শর্টগানের গুলিতে তাদের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন।
এবিষয়ে দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম জানান, সামান্য একটু ঝামেলা হয়েছিলো। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। চার আনসার সদস্য ঢিলা-ঢিলিতে আহত হয়েছে। পুলিশেরও দুই তিনজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান