ঢাকা : ‘তিন সিটি করপোরেশন নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তাদের অসহায়ত্ব দেখার পরও নির্বাচন কমিশন বলেছে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে যা দুঃখজনক।
বুধবার ময়মনসিংহের হালয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তিন সিটি নির্বাচনের ভোট জালিয়াতি ও কারচুপির চিত্র পত্র-পত্রিকা ও টেলিভিশনে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
তিনি বলেন, ‘বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, কিন্তু তারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না। বঙ্গবন্ধু যদি কিছু না হয়, তাহলে জিয়াউর রহমানও কিছুই থাকে না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধুর কর্তৃত্ব-নেতৃত্ব মেনে নিয়ে। তাই বঙ্গবন্ধুকে স্বীকার করলে তবেই জিয়াউর রহমান ঘোষক হতে পারে।’
কৃষক শ্রমিক জনতা লীগ হালুয়াঘাট উপজেলা কমিটির সভাপতি আব্দুছ ছালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ও ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, শাহীনুর আলম, জিহাদ চৌধুরী, বাবুল দেবনাথ, ফেরদৌস প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে আলোচনায় বসতে এবং খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানিয়ে গত ২৮ জানুয়ারি থেকে টানা ৬৪ দিন মতিঝিলের ফুটপাতে অবস্থান শেষে ২ এপ্রিল থেকে সারা দেশে অবস্থান কর্মসূচী পালন শুরু করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান