ঝিনাইদহ : ঝিনাইদহে বেসরকারি একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় আলম মুন্সী (৩৫) নামে রোগী মৃত্যুর অভিযোগ ওঠেছে।
বুধবার দুপুরে শহরের আরাপপুর এলাকার সেবা ক্লিনিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্লিনিক মালিক হাবিব হোসেনকে আটক করেছে পুলিশ। মৃত আলম মুন্সী ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী গ্রামের মকছেদ মুন্সীর ছেলে। তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্বজনরা জানান, দুপুর ১২টার দিকে পেট ব্যথা নিয়ে সেবা ক্লিনিকে আসেন আলম মুন্সী। তবে এসময় কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ক্লিনিক মালিক হাবিব তার শরীরে তিনটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর রোগীকে বাড়ি পাঠিয়ে দেন ক্লিনিক কর্তৃপক্ষ। বাড়ি নেওয়ার পর বিকেল ৪টার দিকে যন্ত্রণায় ছটফট করে মারা যান আলম মুন্সী। হঠাৎ তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা।
এদিকে এ মৃত্যুর ঘটনায় ক্লিনিক মালিক হাবিব হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, মৃতের পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত শনিবার রাতে ঝিনাইদহ শহরের প্রিন্স হাসপাতালে ভুল চিকিৎসায় আহসান শেখ নামে এক রোগী মারা যান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান