ঢাকা : নির্বাচন কমিশনের ব্যর্থতা হিমালয় চুম্বি ও ক্ষমার অযোগ্য মন্তব্য করে জাতীয় স্বার্থে এই তামাশার সিটি নির্বাচন বাতিল ও নির্বাচন কমিশনের সকল কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছে আদর্শ ঢাকা আন্দোলন।
বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ, ড. মাহবুব উল্লাহ, মাহফুজ উল্লাহ, কবি আবদুল হাই শিকদার, এম আবদুল্লাহ ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট, অনিয়ম ও বিরোধী প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার প্রতিবাদে গতকাল ভোট শুরুর তিন ঘণ্টা পরেই নির্বাচন বর্জন করে আদর্শ ঢাকা আন্দোলন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান