অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত Logo বাউফলে ইউএনও’র বিচারের দাবীতে মানববন্ধন! Logo পাটগ্রাম সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক Logo মোটরসাইকেল দুর্ঘটনায় নিলয় চন্দ্র নামে এক যুবক নিহত Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

জাপা’র তিন মেয়র প্রার্থী মিলে ভোট পেয়েছেন ১৩ হাজার!

ঢাকা : দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ তিন সিটি করপোরেশন নির্বাচনে শেষ মিনিট পর্যন্ত ভোটযুদ্ধে ছিলেন সরকারের গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থীরা। তবে সুবিধা কেবল একদলই পেয়েছে। তিন সিটি নির্বাচন মিলিয়ে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির তিন মেয়রপ্রার্থী পেয়েছেন মাত্র ১৩ হাজার ভোট।

অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি ও স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ তিন সিটি নির্বাচনের আগে বলেছিলেন, ‘এ দেশের মানুষ বিএনপিকে চিরতরে বর্জন করেছে। তারা আমাদের চাইছেন, সে সুযোগ আমাদের নিতে হবে। ভোটারদের কাছে যেতে হবে।’

তবে ভোট নিয়ে এরশাদের বড় বড় কথা কোন কাজেই আসেনি। তার দলের তিন মেয়র প্রার্থী মিলে পেয়েছেন মাত্র ১৩ হাজার ৬’শ ভোট। যেখানে ঢাকা দক্ষিণে অখ্যাত এক মেয়র প্রার্থী আব্দুর রহমান একাই পেয়েছেন ১৪ হাজার ৭’শ ৮৪ ভোট।

এত দখলদারিত্বের পরও ১০ ভাগের এক ভাগ ভোটও পায়নি জাতীয় পার্টির প্রার্থীরা।

অবাক করার মত সত্য হল ঢাকা দক্ষিণে আব্দুর রহমান নামে এক অখ্যাত প্রার্থী যে পরিমাণ ভোট পেয়েছেন, এরশাদের তিন প্রার্থী মিলেও সে পরিমাণ ভোট পাননি।

যদিও বেশ ঘটা করেই মেয়র প্রার্থী দিয়েছিলেন এরশাদ। ইসির নোটিশ উপেক্ষা করে নিয়ম ভেঙে নিজেও প্রার্থীর পক্ষে প্রচারণাও চালিয়েছেন। কিন্তু ভোট শেষে তার মনোনীত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল ‘চরকা’ প্রতীকে পেয়েছেন মাত্র ২ হাজার ৯’শ ৫০ ভোট।

ঢাকা দক্ষিণে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন মিলন ‘সোফা’ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫’শ ১৯ ভোট।

এরশাদের প্রার্থীদের মধ্যে চট্টগ্রামে যা একটু মান রেখেছেন। সেখানে সোলায়মান শেঠ ‘ডিশ অ্যান্টিনা’ প্রতীকে পেয়েছেন দলের পক্ষে সর্বোচ্চ ৬ হাজার ১’শ ৩১ ভোট। কিন্তু তিনি সেখানেও তৃতীয় অবস্থানে আসতে পারেননি হয়েছেন পঞ্চম।

এরশাদের তিন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। শুধু তাই নয়, মোট ভোটের যে হার, তাতে তার দলের শতাংশ খুঁজে বের করাই দুষ্কর।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জাপা’র তিন মেয়র প্রার্থী মিলে ভোট পেয়েছেন ১৩ হাজার!

আপডেট টাইম : ০৩:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০১৫

ঢাকা : দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ তিন সিটি করপোরেশন নির্বাচনে শেষ মিনিট পর্যন্ত ভোটযুদ্ধে ছিলেন সরকারের গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থীরা। তবে সুবিধা কেবল একদলই পেয়েছে। তিন সিটি নির্বাচন মিলিয়ে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির তিন মেয়রপ্রার্থী পেয়েছেন মাত্র ১৩ হাজার ভোট।

অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি ও স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ তিন সিটি নির্বাচনের আগে বলেছিলেন, ‘এ দেশের মানুষ বিএনপিকে চিরতরে বর্জন করেছে। তারা আমাদের চাইছেন, সে সুযোগ আমাদের নিতে হবে। ভোটারদের কাছে যেতে হবে।’

তবে ভোট নিয়ে এরশাদের বড় বড় কথা কোন কাজেই আসেনি। তার দলের তিন মেয়র প্রার্থী মিলে পেয়েছেন মাত্র ১৩ হাজার ৬’শ ভোট। যেখানে ঢাকা দক্ষিণে অখ্যাত এক মেয়র প্রার্থী আব্দুর রহমান একাই পেয়েছেন ১৪ হাজার ৭’শ ৮৪ ভোট।

এত দখলদারিত্বের পরও ১০ ভাগের এক ভাগ ভোটও পায়নি জাতীয় পার্টির প্রার্থীরা।

অবাক করার মত সত্য হল ঢাকা দক্ষিণে আব্দুর রহমান নামে এক অখ্যাত প্রার্থী যে পরিমাণ ভোট পেয়েছেন, এরশাদের তিন প্রার্থী মিলেও সে পরিমাণ ভোট পাননি।

যদিও বেশ ঘটা করেই মেয়র প্রার্থী দিয়েছিলেন এরশাদ। ইসির নোটিশ উপেক্ষা করে নিয়ম ভেঙে নিজেও প্রার্থীর পক্ষে প্রচারণাও চালিয়েছেন। কিন্তু ভোট শেষে তার মনোনীত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল ‘চরকা’ প্রতীকে পেয়েছেন মাত্র ২ হাজার ৯’শ ৫০ ভোট।

ঢাকা দক্ষিণে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন মিলন ‘সোফা’ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫’শ ১৯ ভোট।

এরশাদের প্রার্থীদের মধ্যে চট্টগ্রামে যা একটু মান রেখেছেন। সেখানে সোলায়মান শেঠ ‘ডিশ অ্যান্টিনা’ প্রতীকে পেয়েছেন দলের পক্ষে সর্বোচ্চ ৬ হাজার ১’শ ৩১ ভোট। কিন্তু তিনি সেখানেও তৃতীয় অবস্থানে আসতে পারেননি হয়েছেন পঞ্চম।

এরশাদের তিন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। শুধু তাই নয়, মোট ভোটের যে হার, তাতে তার দলের শতাংশ খুঁজে বের করাই দুষ্কর।