ঢাকা : ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে গড়ে ৪৩ দশমিক ৯৭ শতাংশ ভোট পড়েছে।
বুধবার নির্বাচন কমিশনের (ইসি) একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার এই তিন সিটি করপোরেশনে নির্বাচন হয়। নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে।
ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরই তিন সিটিতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি-সমর্থক প্রার্থীরা।
তিন সিটিতে আওয়ামী লীগ-সমর্থিত তিন মেয়র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ঢাকা উত্তরে আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকন এবং চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিন সিটি করপোরেশনে মোট ভোট ৬০ লাখ ২২ হাজার ৯৫২টি। গতকাল তিন সিটি নির্বাচনে ভোট পড়েছে ২৬ লাখ ৪৮ হাজার ৭২৮টি। গড়ে ভোট পড়েছে ৪৩ দশমিক ৯৭ শতাংশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান