অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নির্বাচনে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ ও নিন্দা

ঢাকা : তিন সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বুধবার সংগঠনের দফতর সম্পাদক মেহ্দী আজাদ মাসুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ২৮ এপ্রিল ২০১৫ মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের ওপর পুলিশ ও সন্ত্রাসীদের হামলা, গুলি, ক্যামেরা ভাংচুর, মানিব্যাগ ও টাকা ছিনতাই এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার মত ঘটনা ঘটেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ ও সন্ত্রাসীদের হামলার শিকার হওয়া সাংবাদিকদের মধ্যে ডিআরইউ’র কয়েকজন স্থায়ী সদস্যও আছেন। তাদের অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিআরইউ এসব ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানাচ্ছে।’

সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে বলেন, ‘গণমাধ্যম কর্মীদের উপর এই হামলার দায়ভার কোনভাবেই নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না। নেতৃবৃন্দ মনে করেন, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথকে যেমন রুদ্ধ করবে, তেমনি পুরো গণমাধ্যম জুড়ে সৃষ্টি করবে এক ভীতিকর পরিস্থিতি। যা গোটা সাংবাদিক সমাজ কোন ভাবেই মেনে নেবে না।’

নেতৃবৃন্দ এসব ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া এবং এ ধরনের ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাচনে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ ও নিন্দা

আপডেট টাইম : ০২:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০১৫

ঢাকা : তিন সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বুধবার সংগঠনের দফতর সম্পাদক মেহ্দী আজাদ মাসুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ২৮ এপ্রিল ২০১৫ মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের ওপর পুলিশ ও সন্ত্রাসীদের হামলা, গুলি, ক্যামেরা ভাংচুর, মানিব্যাগ ও টাকা ছিনতাই এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার মত ঘটনা ঘটেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ ও সন্ত্রাসীদের হামলার শিকার হওয়া সাংবাদিকদের মধ্যে ডিআরইউ’র কয়েকজন স্থায়ী সদস্যও আছেন। তাদের অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিআরইউ এসব ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানাচ্ছে।’

সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে বলেন, ‘গণমাধ্যম কর্মীদের উপর এই হামলার দায়ভার কোনভাবেই নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না। নেতৃবৃন্দ মনে করেন, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথকে যেমন রুদ্ধ করবে, তেমনি পুরো গণমাধ্যম জুড়ে সৃষ্টি করবে এক ভীতিকর পরিস্থিতি। যা গোটা সাংবাদিক সমাজ কোন ভাবেই মেনে নেবে না।’

নেতৃবৃন্দ এসব ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া এবং এ ধরনের ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।