বাংলার খবর২৪.কম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের পক্ষের কর্মীরা। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ১২ জন সাংবাদিক আহত হয়েছেন।
এদের মধ্যে আটজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এ ঘটনা ঘটে।
দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠ ও ডেইলি সানের বিরুদ্ধে ঢাকার মিরপুরের সরকার দলীয় সংসদ সদস্য কামাল মজুমদারের দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন করায় এ হামলা চালিয়েছে ছাত্রলীগ। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে মানববন্ধনে দাঁড়ান কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জসীম রেজার পক্ষের সাংবাদিক ও প্রগতিশীল শিক্ষকরা। মানববন্ধন চলাকালে সোয়া ১টার দিকে কাজী মোবারকের (শরিফুলের পক্ষের কর্মী) নেতৃত্বে কোন কারণ ছাড়াই ব্যানার কেড়ে নেয় ছাত্রলীগ কর্মীরা। পরে বেলা ৩টার দিকে ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী নিয়ে তাদের ওপর হামলা করে। এতে কালের কণ্ঠের প্রতিনিধি জসীম রেজা, মানবজমিনের গোলাম মাওলা রুমি, জনকণ্ঠের হাসান ইমাম সাগর, নিউএজের মো. বাপ্পি, সমকালের এসএম আল-আমিন প্রমুখ আহত হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান