স্থগিত হওয়া কেন্দ্র পরিদর্শন করতে গেলে নির্বাচন কমিশনার শাহনেওয়াজের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। সকাল ৯ টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বংশালে সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রিজাইডিং অফিসার শওকত আলী জানান, রিটানিং অফিসারের নির্দেশে ঐ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে স্থগিতের কোন কারণ তিনি জানাতে পারেননি। সকাল ৭ টা থেকে ভোটারা ওই কেন্দ্রের বাইরে লাইনে অপেক্ষা করছিলেন। হঠাৎ কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ধরণের সিদ্ধান্তের ফলে প্রিজাইডিং অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ ভোটার ও প্রার্থীরা। এক পর্যায়ে তারা ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।
পরে নির্বাচন কমিশনার শাহওনেওয়াজ সেখানে পরিদর্শনে গেলে তার গাড়িকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে বিক্ষুদ্ধ জনতা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান