কুমিল্লা : কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বৃন্দাচর এলাকার শ্মশানের সামনে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে শরীফ (২৮) নামের এক যুবক খুন হয়েছে। আহত হয়েছে আরো ২ জন । তবে স্থানীয়রা জানায়, জুয়ার বোর্ডের বিষয় নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাত করে শরীফকে হত্যা করা হয়েছে।
সোমবার বিকেল পৌণে ৬ টায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত শরীফ উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি নিমসার বাজারের দিনমজুর ছিলেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়ায় বৈশাখী মেলায় অবৈধ জুয়ার বোর্ড চলছিল। জুয়ার বোর্ডের টাকা ভাগাভাগি নিয়ে ময়নামতি এলাকার আজাদ ও ডাকলাপাড়া এলাকার আরিফ গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে মেলা দেখতে আসা দিনমজুর শরীফ ঝগড়া মিটানোর চেষ্টা করে। এক পর্যায়ে কয়েকজন তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী বৃন্দাচর এলাকার শ্মশানের সামনে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। সংঘর্ষ চলাকালে আরো ২ জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান