সোনারগাঁও: সোনারগাঁওয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আমিরকে পুুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার সময় তার সহযোগি সন্ত্রাসীরা পথের মধ্যে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। সন্ত্রাসীদের হাত থেকে জীবন বাঁচাতে পুলিশ শর্ট গানের এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
সোমবার বিকেল ৬টার দিকে হাজী জালাল টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। সোনারগাঁও থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী আমিরের বিরুদ্ধে থানায় ৩ টি হত্যা, ডাকাতি, ছিনতাইসহ প্রায় ১৫ থেকে ১৬টি মামলা রয়েছে। গতকাল পুলিশ হাজী জালাল টাওয়ারের সামনে থেকে আমিরকে গ্রেফতার করে পিকআপভ্যানে তোলামাত্র তার সহযোগি ২০-২৫জন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে সন্ত্রাসী আমিরকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায় এবং ৪ পুলিশকে আহত করে। এ সময় সন্ত্রাসীদের হাত থেকে জীবন বাঁচাতে পুলিশ উপরের দিকে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান