রাসেল আহম্মাদ: বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রনালয় সমাজের অবহেলিত ও অনগ্রসর হিজড়া জনগোষ্ঠীর মান উন্নয়নের লক্ষ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন, পাশাপাশি তাদের বার্ষরিক ভাতারও ব্যবস্থা গ্রহন করেছেন। সম্প্রতি ডেমরা থানাধীন সারুলিয়া ইউনিয়নের এলাকাবাসী হ্জিড়া জনগোষ্ঠীর নিরব অত্যাচার ও অশালীন কার্যকলাপে অতিষ্ট। এতে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ ও যুব সমাজ। এ ব্যপারে এলাকাবাসী জানায় কারো বাড়ীতে কোন সন্তান জন্ম নিলে, সুন্নতে খাৎনা অথবা বিবাহ অনুষ্ঠান হলে তারা বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং টাকা দাবি করে। কোন বাড়ির বাড়িওলা যদি মহিলা হয় তাহলে তার থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। এখানেই শেষ নয় কোন ব্যক্তি যদি টাকা দিতে অস্বীকৃতি জানায় তাহলে তাকে অশালীন কথাবার্তা বলে এবং জনসম্মুখে কুরুচিপুর্ণ অঙ্গভঙ্গির মাধ্যমে সম্মানহানি করে। একপর্যায়ে তাদেরকে টাকা দিতে হয় না দেয়া পর্যন্ত তারা যায় না। সম্মান হারানোর ভয়ে অনেকে তাদের দাবি অনুযায়ী টাকা দিয়ে দেন। কিন্তু এই ভাবে কতদিন চলবে তাদের এই অভিনব কায়দায় চাঁদাবাজি। এলাকাবাসী এ ব্যপারে সমাজ প্রতিনিধি ও প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান