যশোর : নেশার টাকা না দেয়ায় যশোরে রিক্তা বেগম (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী বাবু রহমান।
যশোর শহরের খড়কি কলাবাগান এলাকায় গতকাল রোববার রাতে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।
পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকবাসী জানান, রিক্তা বেগমের স্বামী বাবু রহমান মাদকাসক্ত। রিক্তা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। গতকাল দুপুরে খাবার শেষে বিকেলের দিকে নেশার টাকা চাওয়া নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হয়।
পরে রাত ৮টার দিকে এ নিয়ে আবারও ঝগড়া হলে বাবু ক্ষিপ্ত হয়ে রিক্তার বুকে লাথি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। এরপর বাবু জানায় রিক্তা আত্মহত্যা করেছে। গ্রামবাসীরা লাশ দেখতে আসলে সে লাশ রেখে পালিয়ে যায়।
রিক্তা বেগমের মা শিরিন বেগম ও মামা আলী হোসেন জানান, তার মেয়েকে পিটিয়ে ও ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। রিক্তার বড় মেয়ে রুবাইয়া (৪) তাদের জানিয়েছে, ‘বাবা রাতে মাকে ওড়না পেঁচিয়ে খুন করেছে। ঘটনাটি শিশু কন্যা রুবাইয়ার সামনে ঘটেছে।
এদিকে, ঘটনার পর থেকে রিক্তার স্বামীসহ বাড়ির সকলে পালাতক রয়েছে।
কোতোয়ালি পুলিশ রিক্তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
যশোর কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার জানান, রিক্তার মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মামলা করা হবে। এ ঘটনার পর থেকে নিহত রিক্তার স্বামী পলাতক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান