বাংলার খবর২৪.কম: যশোরের জোনাল সেটেলমেন্ট অফিসার দীলিপ কুমার বণিককে বর্তমান পদ হতে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং এ ন্যস্ত করা হয়েছে।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক এম ডি আব্দুস সালামকে যশোরের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইফতেখার হোসেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব বেগম সাগরিকা নাসরিন তথ্য সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব বেগম শামীমা বেগম বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান