ঢাকা: প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এপিসের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে রাজধানীর পল্টন থানায় মামলা করেছে এক ব্যবসায়ী।
মঙ্গলবার এ মামলা দায়ের করা হয়। এর মামলা নম্বর ৩৮।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী কল্যাণমন্ত্রীর তৎকালীন এপিএস সত্যজিৎ মুখার্জি গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যশোদা জীবন দেবনাথের পুরানা পল্টনের এনএসসি টাওয়ারের অফিসে যান। সেখানে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তিনি বলেন, ‘এখুনি টাকা না দিলে ঢাকা শহরে ব্যবসা করতে দেয়া হবে না। আসামি মন্ত্রীর এপিএস হওয়ায় বাধ্য হয়ে তাকে নগদ ৭ লাখ টাকা দেয়া হয়। ওই টাকা নিয়ে যাওয়ার সময় আসামি তিনদিনের মধ্যে আরো ৩ লাখ টাকা রেডি রাখার জন্য বলে যায়। পরবর্তীতে ৮ জানুয়ারি পুনারায় অফিসে এসে ৩ লাখ টাকা নিয়ে যায়।’
বাদী মামলায় আরো উল্লেখ করেন, ‘তখন আসামি মন্ত্রীর এপিএস হওয়ায় এবং স্বশরীরে অফিসে হাজির হয়ে চাঁদা দাবি করাতে আমি মারাত্মকভাবে ঘাবড়ে যাই। বাধ্য হয়ে আসামি সত্যজিৎ মুখার্জিকে টাকা দেই। বর্তমানে ওই আসামি বিভিন্ন অপরাধে মন্ত্রীর এপিএস পদ থেকে চাকুরিচ্যুত হওয়াতে আমি সাহস করে থানায় মামলা দায়ের করেছি।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান