ঢাকা: শনিবারের মাঝারি মাত্রার ভূমিকম্পে পাবনা, বগুড়া, ঢাকায় চারজন নিহত হয়েছে। এই তিন জেলাসহ ময়মনসিংহ, সাভার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, কুষ্টিয়ায় আহত হয়েছে দুই শতাধিক। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়েছে, ফাটল দেখা দিয়েছে বহু ভবনে।
বগুড়ার দুপচাঁচিয়ায় ভূমিকম্পে দেয়াল ধসে মোর্শেদা বিবি (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। দুই দফা ভূমিকম্পে মোর্শেদার বাড়ির গোয়াল ঘরের দেয়াল হেলে পড়ে। মোর্শেদা বিবি গোয়াল ঘরের ভেতরে গেলে তার শরীরে দেয়াল ধসে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পাবনা শহরের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূমিকম্পের সময় চেয়ার থেকে পড়ে পাবনা পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রোকেয়া খান ইতি মারা যান। তিনি তখন ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভা করছিলেন।
ভূমিকম্পের সময় তিনি চেয়ার থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভারে একটি তৈরি পোশাক কারখানায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে এক শ্রমিক নিহত ও আহত হয়েছেন শতাধিক শ্রমিক। উলাইল এলাকায় আল মুসলিম গ্রুপের বহুতল তৈরি পোশাক কারখানার ওই শ্রমিকের নাম আকাশ।
সাভারের ওই পোশাক কারখানার আহতদের মধ্যে ৬০ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের ২০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সাভার প্রতিনিধি আরো জানান, ভূমিকম্পের সময় বিভিন্ন পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে বেরিয়ে আসতে গিয়ে আরো অর্ধশতাধিক শ্রমিক্ আহত হয়েছেন।
ভূমিকম্পের সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঁচতলা থেকে পড়ে একজন নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর পাওয়া গেছে।
আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, ভূকম্পনের সময় ধোবাউড়া কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে ১০ জন আহত হয়। স্কুলের প্রধান শিক্ষকও আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, মিরপুরে মিরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ভূমিকম্প-আতঙ্কে ভবন থেকে নামতে গিয়ে ১২ ছাত্রী আহত হয়।
রাজশাহীতে ভূমিকম্পের আতঙ্কে অচেতন হয়েছেন ৯ নারী। তাদের মধ্যে সাতজন নগরীর সাগরপাড়া এলাকার একটি ওষুধ কারখানার কর্মী। তারা হলেন- রত্না খাতুন (২১), লাবনী খাতুন(২৫), মনিরা খাতুন(২২),শোভা খাতুন(১৮),কেয়া খাতুন (২৩), মৌসুমী খাতুন (২৬)ও দ্বীপা খাতুন (২১)। অন্য দুজন নগরের নজমুল হক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুস্মিতা খাতুন ও মির্জাপুর এলাকার গৃহবধূ শরিফা বেগম (৪০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় ও একজন শিক্ষার্থীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীর একটি পা ভেঙে গেছে। তার নাম আতিকুর রহমান (২৫)।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৭ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার এ বি এম মাহাবুবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পে আতঙ্কে যারা অচেতন হয়েছেন, তাদের অবস্থা এখন উন্নতির দিকে।
কুমিল্লা ইপিজেডে কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ জন আহত হন।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ২৫, শেরপুরে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশের বিভিন্ন স্থানে ভবনে ফাটল দেখা যাওয়ার খবর আসছে। ঢাকার শাঁখারিবাজার ও বঙ্গবাজারে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা ও চাঁদপুরে দুটি ভবন হেলে পড়েছে ও কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। ফেনীতে একটি বহুতল ভবনে ফাটল দেখা দেয়ায় প্রশাসন সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।
রাজধানীর মিরপুরে ডায়মন্ড গার্মেন্টস নামের একটি পোশাক কারখানা ও বংশালে ছয়তলা একটি ভবন কিছুটা হেলে পড়েছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে। ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে শাহ আলম টাওয়ার নামের একটি ১০তলা বাণিজ্যিক ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনটি সিলগালা করে দিয়েছে ফায়ার সার্ভিস।
ভূমিকম্পে ময়মনসিংহ শহরের গাঙ্গিনার পাড় এলাকায় ‘অলকা নদী বংলা’ নামের একটি বহুতল ভবন সামান্য হেলে পড়েছে।
সুনামগঞ্জের গজারিয়ায় হাওড় রক্ষা বাঁধে ফাটল দেখা যাওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুই দফায় প্রায় দুই মিনিট ধরে এই ভূকম্পন অনুভূত হয়। নেপালের পোখারা থেকে ৮০ কিলোমিটার পূর্বে লামজুংয়ে ভূগর্ভের ৩১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। এর কেন্দ্রস্থলে ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৯।
আমেরিকার ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, বাংলাদেশে এই ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪।
তবে বাংলাদেশে সাম্প্রতিককালের মধ্যে শনিবার অনুভূত ভূকম্পনের মাত্রা সর্বোচ্চ বলে জানিয়েছেন একজন বিশেষজ্ঞ।
ঢাকায় প্রথম দফায় ভূমিকম্পটি প্রায় দুই মিনিট স্থায়ী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। শহরের বহুতল ভবনগুলো এ সময় দুলতে থাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তারা ছুটোছুটি করে নেমে এসে রাস্তায় অবস্থান নেয়। এর ৪০ মিনিট পর দ্বিতীয় ও তৃতীয় দফা ভূমিকম্প আঘাত হানে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাড়ে সাত শ কিলোমিটার দূরে নেপালে। উৎপত্তিস্থল থেকে যত দূর যায় ভূমিকম্পের মাত্রা তত কমে আসে। তবে বাংলাদেশে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ বা তার কিছু বেশি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান