ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ভূ-কম্পনের সময় আতঙ্কে শ্রেণী কক্ষ থেকে বের হওয়ার সময় আহত স্কুল ছাত্র হাসানের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সে মারা যায়।
মো. হাসান সদর উপজেলার নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সে দেওগাঁও চেরাডাঙ্গী গ্রামের শাহ জামালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা সোয়া ১২টায় ভূ-কম্পন চলাকালে সকলের সাথে শ্রেণী কক্ষ থেকে বের হওয়ার সময় মাথায় আঘাত পায় হাসান। মাথায় আঘাত পাওয়ার পর বমি করতে থাকে। তার সহপাঠীরা তাকে মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউপি চেয়ারম্যান মুকুট চৌধুরি ও সদর থানার ওসি একেএম মেহেদী হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান