অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তিন সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবে দেশি-বিদেশি সংস্থা

ঢাকা : আসন্ন ঢাকা ও চট্টগ্রাম তিন সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবে ৬১টি দেশি-বিদেশি সংস্থা। এসব সংস্থার আবেদনের প্রেক্ষিতে বেশকিছু আবেদন অনুমোদন দিয়ে রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা বলেন, কমিশনের নীতিমালা অনুযায়ী নিজস্ব পর্যবেক্ষকসহ আগত দেশি-বিদেশি পর্যক্ষেক দলকে সকল প্রকার আইনি সহায়তা প্রদান করবে ইসি। পর্যবেক্ষক দল ভ্রাম্যমাণ অবস্থায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। ভোটগ্রহণের সময় পর্যবেক্ষক বা সাংবাদিক সার্বক্ষণিক ভোটকক্ষে অবস্থান করতে পারবে না। ভোটকক্ষে প্রবেশের পূর্বে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট অনুমতি নিতে হবে। পর্যবেক্ষণের সময় নির্বাচন কমিশনের অনুমতিপত্র সঙ্গে থাকতে হবে।

উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন আমাদের দেশি সংস্থার পর্যবেক্ষকদের বিষয়েও ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এছাড়া বিদেশি সংস্থা ও অ্যাম্বাসির বিষয়ে কমিশনের জনসংযোগ বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, আসন্ন তিন সিটি নির্বাচনে ১২টি অ্যাম্বাসি, ১০টি বিদেশি সংস্থা ও ৩৯টি দেশি সংস্থা পর্যবেক্ষণের জন্য আবেদন করেছেন। তবে বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আসাদুজ্জামান আরো বলেন, ‘প্রিণ্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার আরো প্রায় ২ হাজার সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। ইতিমধ্যেই জাপান অ্যাম্বাসির ৫জন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ১০জন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ১৮ জন পর্যবেক্ষককে অনুমুতি দেয়া হয়েছে। এছাড়া ৩৯টি দেশি সংস্থাকেও নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

এদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৫ টি সংস্থা ১ হাজার ৩৩০ জন পর্যবেক্ষক ভোটগ্রহণের দিন পর্যবেক্ষণ করবেন। দক্ষিণ সিটিতে ১৭টি সংস্থা ১ হাজার ৪৪৫ জন পর্যবক্ষক ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ৮টি সংস্থার ৯১৬ জন পর্যবেক্ষক পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

তিন সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবে দেশি-বিদেশি সংস্থা

আপডেট টাইম : ০২:২৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০১৫

ঢাকা : আসন্ন ঢাকা ও চট্টগ্রাম তিন সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবে ৬১টি দেশি-বিদেশি সংস্থা। এসব সংস্থার আবেদনের প্রেক্ষিতে বেশকিছু আবেদন অনুমোদন দিয়ে রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা বলেন, কমিশনের নীতিমালা অনুযায়ী নিজস্ব পর্যবেক্ষকসহ আগত দেশি-বিদেশি পর্যক্ষেক দলকে সকল প্রকার আইনি সহায়তা প্রদান করবে ইসি। পর্যবেক্ষক দল ভ্রাম্যমাণ অবস্থায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। ভোটগ্রহণের সময় পর্যবেক্ষক বা সাংবাদিক সার্বক্ষণিক ভোটকক্ষে অবস্থান করতে পারবে না। ভোটকক্ষে প্রবেশের পূর্বে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট অনুমতি নিতে হবে। পর্যবেক্ষণের সময় নির্বাচন কমিশনের অনুমতিপত্র সঙ্গে থাকতে হবে।

উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন আমাদের দেশি সংস্থার পর্যবেক্ষকদের বিষয়েও ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এছাড়া বিদেশি সংস্থা ও অ্যাম্বাসির বিষয়ে কমিশনের জনসংযোগ বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, আসন্ন তিন সিটি নির্বাচনে ১২টি অ্যাম্বাসি, ১০টি বিদেশি সংস্থা ও ৩৯টি দেশি সংস্থা পর্যবেক্ষণের জন্য আবেদন করেছেন। তবে বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আসাদুজ্জামান আরো বলেন, ‘প্রিণ্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার আরো প্রায় ২ হাজার সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। ইতিমধ্যেই জাপান অ্যাম্বাসির ৫জন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ১০জন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ১৮ জন পর্যবেক্ষককে অনুমুতি দেয়া হয়েছে। এছাড়া ৩৯টি দেশি সংস্থাকেও নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

এদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৫ টি সংস্থা ১ হাজার ৩৩০ জন পর্যবেক্ষক ভোটগ্রহণের দিন পর্যবেক্ষণ করবেন। দক্ষিণ সিটিতে ১৭টি সংস্থা ১ হাজার ৪৪৫ জন পর্যবক্ষক ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ৮টি সংস্থার ৯১৬ জন পর্যবেক্ষক পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।