পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

‘ডটকম’র এর ছড়াছড়ি, অতীষ্ঠ নির্বাচন কর্মকর্তারা

চট্টগ্রাম: শুধু ডটকম আর ডটকম। অনলাইন সংবাদমাধ্যমের ছড়াছড়ি। বাহারি নাম, বাহারি পরিচিতি। শুধু কী অনলাইন গণমাধ্যম, সঙ্গে আছে অনলাইন টিভি, শত শত পত্রিকা, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ম্যাগাজিনও।

সবাই চায় সিটি করপোরেশন নির্বাচনের নিউজ কাভার করতে। ক্রীড়া, বিনোদন নিয়ে কাজ করা অনলাইন গণমাধ্যমও নির্বাচনের খবর সংগ্রহে আগ্রহী।

সবাই চান নির্বাচন কমিশনের একটি অনুমতি পত্র। ‘গণমাধ্যমের কর্তাব্যক্তিদের’ হন্যে হয়ে সে কী জোর প্রচেষ্টা! ভিড় সামলাতে গিয়ে তটস্থ অবস্থা নির্বাচন কর্মকর্তাদের।

গত দু’দিন ধরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে দেখা গেছে, নির্বাচনের নিউজ সংগ্রহের আবেদন নিয়ে দলে দলে ‘সাংবাদিক’ ভিড় করছেন নির্বাচন অফিসে।

একজন এলেন, তাকে জিজ্ঞেস করা হল সম্পাদকের নাম কি? তিনি ফোন করে জানতে চাইলেন সম্পাদকের নাম। আরেকজন এসে বলেন, ভাই প্রতিবছর তো নির্বাচনের নিউজ কাভার করি, এবার কি কার্ড পাব? নির্বাচন কর্মকর্তাদের একজন ধমক দিয়ে উঠেন, ‘আরে প্রতিবছর কি নির্বাচন হয় নাকি, আপনি প্রতিবছর কোত্থেকে নির্বাচন কাভার করবেন?’

একজন তার কার্ডে নাম ভুল লেখা হল কেন কৈফিয়ত খুঁজেন। নির্বাচন কর্মকর্তা জানতে চান, এ্যাক্রিডিটেশন কার্ড আছে কিনা। তার মাথা চুলকানি দেখে বোঝা গেল, এ্যাক্রিডিটেশন কার্ড সম্পর্কে তার কোন ধারণাই নেই।

কুষ্টিয়া থেকেও একজন এসেছেন আবেদন নিয়ে, তিনিও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের নিউজ কাভার করতে চান।

জানা-অজানা অনলাইনের জন্য অনুমতি পত্রের তদবির নিয়ে রিটার্নিং অফিসারের কাছে ভিড় জমান এই শহরের গণ্যমান্য লোকরাও।

অনুমতি পত্রের আবেদনেও বাহারের কমতি নেই! কারও প্রতিবেদক দু’জন, গাড়ি লাগবে চারটা। কোন প্রতিষ্ঠানে সম্পাদক-প্রতিবেদক মিলিয়ে আছেন একজন, গাড়ি লাগবে তিনটা। একেকজনের হাজারো প্রশ্ন, কৈফিয়ত দিতে দিতে হয়রান সহকারি রিটার্নিং কর্মকর্তা (মিডিয়া) মো.শফিকুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, আগেও সিটি করপোরেশন নির্বাচন করেছি। এবারের মত পরিস্থিতি হয়নি। এত অনলাইন পত্রিকা! শুধু অমুক ডটকম, তমুক ডটকম। ওরে বাবা! পরিস্থিতি সামলাতে আমরা তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছিলাম।

শফিকুর জানান, তথ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল কতটি অনলাইন গণমাধ্যম তাদের কাছে নিবন্ধিত আছে। জবাবে তথ্য অধিদফতর এ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু হওয়া ১২২টি অনলাইন গণমাধ্যমের একটি তালিকা পাঠিয়েছে।

নির্বাচন কর্মকর্তারা জানান, তথ্য অধিদফতরের তালিকা দেখে তারাও বিস্মিত। ১২২টি অনলাইন গণমাধ্যম! নাম শুনেই নির্বাচন কর্মকর্তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে হাস্যরস। মূলধারার সাংবাদিকদের কাউকে দেখলেই নির্বাচন কর্মকর্তাদের কেউ কেউ জানতে চাইছেন, ভাই এই নামে কোন অনলাইন পত্রিকা আছে?

তথ্য অধিদফতরের তালিকায় দেখা গেছে, তালিকার শীর্ষে আছে বাংলানিউজটোয়েন্টিফোর.কমসহ মূলধারার কয়েকটি জনপ্রিয় অনলাইন নিউজপোর্টালের নাম। তবে তালিকায় পরিচিতি না পাওয়া অনলাইন গণমাধ্যমের সংখ্যাই সবচেয়ে বেশি।

তালিকায় আছে বিডিনিউজ ২৪ ডটকম, বাংলানিউজ ২৪ ডটকম, একুশে সংবাদ.কম, ফোকাস বাংলা নিউজ এজেন্সি, ঢাকা রিপোর্ট ডটকম, এবি নিউজ ২৪ ডটকম, আইএনবি নিউজ, বাংলামেইল ২৪ ডটকম, প্রাইম নিউজ ডটকম,বাংলার খবর ২৪ ডটকম,ডিফারেন্ট নিউজ বিডি ডটকম, পরিবর্তন ডটকম, পিটিবি নিউজ ২৪ ডটকম, এনএনবি, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম, রেড টাইমস বিডি ডটকম, যমুনা নিউজ ২৪ ডটকম, ঢাকা নিউজ ২৪ ডটকম, বিডি প্রেস ডটনেট, ইউএনএস, বাংলা কানেক্ট ডটকম, এপিপি (বাংলা), নিউজ ওয়ার্ল্ড, সংবাদ প্রতিদিন ২৪ ডটকম, ইএনবি নিউজ, দেশ বাংলা ২৪ ডটকম, ডেইলী নিউজ বিডি ডটকম, ডেইলী নিউজ লাইন ডটকম, টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম, এসএনএন বিডি ডটকম, নিউজ ফেয়ার ২৪ ডটকম, জিপি নিউজ ২৪ ডটকম, নিউজ এক্সপ্রেস বিডি ডটকম, ডিএনএ, অনলাইন মিডিয়া সার্ভিস, নিউজ টাইমস বিডি ডটকম, প্রাইম খবর ডটকম, দেশের কথা ডটকম, নিউজ ভিশন, ডিপিসি নিউজ ২৪ ডটকম, সংবাদ বিডি ২৪ ডটকম, প্রোব নিউজ ম্যাগাজিন, ভিনিউজ বিডি ডটকম, বি২৪ নিউজ ডটকম, বিএসএস ২৪ ডটনেট, টাইমসআই বেঙ্গলী ডটকম, এক্সক্রাইম ডটনেট, ডেইলী প্রেসওয়াচ, আকাশ নিউজ ২৪ ডটকম, শেয়ার নিউজ ২৪ ডটকম, বাংলা সংবাদ ২৪ ডটকম, বিডিনিউজডেস্ক ২৪ ডটকম, বার্তা ৭১ ডটকম, এটিএন টাইমস, লাস্ট নিউজ ২৪ ডটকম, অল হেড লাইন নিউজ, রাইজিং বিডি ডটকম, ক্রাইম নিউজ ডটকম, দৃক নিউজ, নিউজ বিডি ডটনেট, এবিনিউজ বিডি ২৪ ডটনেট, আমাদের সময় ডটকম, আইপোর্ট বিডি ডটকম, ডেইলীনিউজ বিডি ডটকম, নিউজ মিডিয়া ২৪ ডটকম, নালিশ ডটকম, দি রিপোর্ট ২৪ ডটকম, নিউজ এন্ড ইমেজেস লি., বিজনেস সারাদিন ডটকম, নূরের আলো ডটকম, বিসি নিউজ ২৪ ডটকম, বাংলা টাইমস ২৪ ডটকম, ব্রডকাস্টিং নিউজ এজেন্সী (বিএনসি), কমিউনিটি মিডিয়া নিউজ এজেন্সী, দি এডিটর ডটনেট, সিএনএস ২৪ ডটকম, নিরাপদ নিউজ ডটকম, বাংলাপোস্ট ২৪ ডটকম, নতুন বার্তা ডটকম, বিডিভিউ ২৪ ডটকম, সিনিউজ ২৪ ডটকম, আমার হেলথ ডটকম, র‌্যাপিড পিআর নিউজ ডটকম, সময় নিউজ ডটনেট, সিএনএস বিডি ডটকম, সময় বাংলা ডটকম, পিএনএস নিউজ ২৪ ডটকম, দি নিউজ ডটকম, এএনবি ২৪ ডটকম, এবিনিউজ ২৪ বিডি ডটকম, মুক্তবার্তা ডটকম,বাংলা খবর ২৪ বিডি ডটকম, টাইমস ২৪ ডটনেট, বাংলা ট্রিবিউন ডটকম, ঢাকা প্রতিদিন ডটকম, মর্নিং নিউজ বিডি ডটকম, হাওর বার্তা ডটকম, প্রাইম সংবাদ ২৪ ডটকম, সবুজ বাংলা টিভি ডটকম, ইউরো বিডি নিউজ ডটনেট, জীবনকণ্ঠ ডটকম, নিউজ নেক্সট বিডি ডটকম, বেঙ্গলী নিউজ ২৪ ডটকম, সময়ের কণ্ঠস্বর ডটকম, দি হলি টাইমস ডটকম, পিএনএস নিউজ সিন্ডিকেট, খাসখবর ডটকম, সাতকাহন ডটকম, এএনবি, বিপরিক্রমা নিউজ ডটকম, ফটো নিউজ ২৪ ডটকম, সিএনআই নিউজ ২৪ ডটকম, বাংলাদেশ নিউজ নেটওয়ার্ক (বিএনএন), ওএনবি ২৪ ডটকম, পার্লামেন্ট প্রতিদিন ডটকম, সিএনএনবিডি ২৪ ডটকম, স্বাধীন বাংলা ২৪ ডটকম, এইচএম নিউজ ২৪ ডটকম, হটনিউজ ২৪ বিডি ডটকম, সিটিজেন নিউজ ২৪ ডটকম, ইসিসি নিউজ ডটনেট, রূপসী বাংলা নিউজ ডটকম।

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো.আলী আজগর চৌধুরী বাংলানিউজকে বলেন, অনেক অনলাইন গণমাধ্যম হয়ে গেছে। এর মধ্যে হাতেগোণা কয়েকটি ‍অনলাইন গণমাধ্যম শুধুমাত্র পেশাদারিত্ব নিয়ে যাচাইবাছাই করে বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশ করে। বাকি সবগুলোই ব্যক্তিস্বার্থে পরিচালিত হচ্ছে। উদ্ভট মানহীন খবর পরিবেশনের কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। এতে পুরো অনলাইন সেক্টরই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অনলাইন গণমাধ্যম নিয়ে কোন ধরনের নীতিমালা না থাকার কারণে এ ধরনের সংকট তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।
সুএ—-বাংলানিউজটোয়েন্টিফোর.কম ।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

‘ডটকম’র এর ছড়াছড়ি, অতীষ্ঠ নির্বাচন কর্মকর্তারা

আপডেট টাইম : ০১:৫৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম: শুধু ডটকম আর ডটকম। অনলাইন সংবাদমাধ্যমের ছড়াছড়ি। বাহারি নাম, বাহারি পরিচিতি। শুধু কী অনলাইন গণমাধ্যম, সঙ্গে আছে অনলাইন টিভি, শত শত পত্রিকা, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ম্যাগাজিনও।

সবাই চায় সিটি করপোরেশন নির্বাচনের নিউজ কাভার করতে। ক্রীড়া, বিনোদন নিয়ে কাজ করা অনলাইন গণমাধ্যমও নির্বাচনের খবর সংগ্রহে আগ্রহী।

সবাই চান নির্বাচন কমিশনের একটি অনুমতি পত্র। ‘গণমাধ্যমের কর্তাব্যক্তিদের’ হন্যে হয়ে সে কী জোর প্রচেষ্টা! ভিড় সামলাতে গিয়ে তটস্থ অবস্থা নির্বাচন কর্মকর্তাদের।

গত দু’দিন ধরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে দেখা গেছে, নির্বাচনের নিউজ সংগ্রহের আবেদন নিয়ে দলে দলে ‘সাংবাদিক’ ভিড় করছেন নির্বাচন অফিসে।

একজন এলেন, তাকে জিজ্ঞেস করা হল সম্পাদকের নাম কি? তিনি ফোন করে জানতে চাইলেন সম্পাদকের নাম। আরেকজন এসে বলেন, ভাই প্রতিবছর তো নির্বাচনের নিউজ কাভার করি, এবার কি কার্ড পাব? নির্বাচন কর্মকর্তাদের একজন ধমক দিয়ে উঠেন, ‘আরে প্রতিবছর কি নির্বাচন হয় নাকি, আপনি প্রতিবছর কোত্থেকে নির্বাচন কাভার করবেন?’

একজন তার কার্ডে নাম ভুল লেখা হল কেন কৈফিয়ত খুঁজেন। নির্বাচন কর্মকর্তা জানতে চান, এ্যাক্রিডিটেশন কার্ড আছে কিনা। তার মাথা চুলকানি দেখে বোঝা গেল, এ্যাক্রিডিটেশন কার্ড সম্পর্কে তার কোন ধারণাই নেই।

কুষ্টিয়া থেকেও একজন এসেছেন আবেদন নিয়ে, তিনিও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের নিউজ কাভার করতে চান।

জানা-অজানা অনলাইনের জন্য অনুমতি পত্রের তদবির নিয়ে রিটার্নিং অফিসারের কাছে ভিড় জমান এই শহরের গণ্যমান্য লোকরাও।

অনুমতি পত্রের আবেদনেও বাহারের কমতি নেই! কারও প্রতিবেদক দু’জন, গাড়ি লাগবে চারটা। কোন প্রতিষ্ঠানে সম্পাদক-প্রতিবেদক মিলিয়ে আছেন একজন, গাড়ি লাগবে তিনটা। একেকজনের হাজারো প্রশ্ন, কৈফিয়ত দিতে দিতে হয়রান সহকারি রিটার্নিং কর্মকর্তা (মিডিয়া) মো.শফিকুর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, আগেও সিটি করপোরেশন নির্বাচন করেছি। এবারের মত পরিস্থিতি হয়নি। এত অনলাইন পত্রিকা! শুধু অমুক ডটকম, তমুক ডটকম। ওরে বাবা! পরিস্থিতি সামলাতে আমরা তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছিলাম।

শফিকুর জানান, তথ্য মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল কতটি অনলাইন গণমাধ্যম তাদের কাছে নিবন্ধিত আছে। জবাবে তথ্য অধিদফতর এ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু হওয়া ১২২টি অনলাইন গণমাধ্যমের একটি তালিকা পাঠিয়েছে।

নির্বাচন কর্মকর্তারা জানান, তথ্য অধিদফতরের তালিকা দেখে তারাও বিস্মিত। ১২২টি অনলাইন গণমাধ্যম! নাম শুনেই নির্বাচন কর্মকর্তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে হাস্যরস। মূলধারার সাংবাদিকদের কাউকে দেখলেই নির্বাচন কর্মকর্তাদের কেউ কেউ জানতে চাইছেন, ভাই এই নামে কোন অনলাইন পত্রিকা আছে?

তথ্য অধিদফতরের তালিকায় দেখা গেছে, তালিকার শীর্ষে আছে বাংলানিউজটোয়েন্টিফোর.কমসহ মূলধারার কয়েকটি জনপ্রিয় অনলাইন নিউজপোর্টালের নাম। তবে তালিকায় পরিচিতি না পাওয়া অনলাইন গণমাধ্যমের সংখ্যাই সবচেয়ে বেশি।

তালিকায় আছে বিডিনিউজ ২৪ ডটকম, বাংলানিউজ ২৪ ডটকম, একুশে সংবাদ.কম, ফোকাস বাংলা নিউজ এজেন্সি, ঢাকা রিপোর্ট ডটকম, এবি নিউজ ২৪ ডটকম, আইএনবি নিউজ, বাংলামেইল ২৪ ডটকম, প্রাইম নিউজ ডটকম,বাংলার খবর ২৪ ডটকম,ডিফারেন্ট নিউজ বিডি ডটকম, পরিবর্তন ডটকম, পিটিবি নিউজ ২৪ ডটকম, এনএনবি, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম, রেড টাইমস বিডি ডটকম, যমুনা নিউজ ২৪ ডটকম, ঢাকা নিউজ ২৪ ডটকম, বিডি প্রেস ডটনেট, ইউএনএস, বাংলা কানেক্ট ডটকম, এপিপি (বাংলা), নিউজ ওয়ার্ল্ড, সংবাদ প্রতিদিন ২৪ ডটকম, ইএনবি নিউজ, দেশ বাংলা ২৪ ডটকম, ডেইলী নিউজ বিডি ডটকম, ডেইলী নিউজ লাইন ডটকম, টাইমস ওয়ার্ল্ড ২৪ ডটকম, এসএনএন বিডি ডটকম, নিউজ ফেয়ার ২৪ ডটকম, জিপি নিউজ ২৪ ডটকম, নিউজ এক্সপ্রেস বিডি ডটকম, ডিএনএ, অনলাইন মিডিয়া সার্ভিস, নিউজ টাইমস বিডি ডটকম, প্রাইম খবর ডটকম, দেশের কথা ডটকম, নিউজ ভিশন, ডিপিসি নিউজ ২৪ ডটকম, সংবাদ বিডি ২৪ ডটকম, প্রোব নিউজ ম্যাগাজিন, ভিনিউজ বিডি ডটকম, বি২৪ নিউজ ডটকম, বিএসএস ২৪ ডটনেট, টাইমসআই বেঙ্গলী ডটকম, এক্সক্রাইম ডটনেট, ডেইলী প্রেসওয়াচ, আকাশ নিউজ ২৪ ডটকম, শেয়ার নিউজ ২৪ ডটকম, বাংলা সংবাদ ২৪ ডটকম, বিডিনিউজডেস্ক ২৪ ডটকম, বার্তা ৭১ ডটকম, এটিএন টাইমস, লাস্ট নিউজ ২৪ ডটকম, অল হেড লাইন নিউজ, রাইজিং বিডি ডটকম, ক্রাইম নিউজ ডটকম, দৃক নিউজ, নিউজ বিডি ডটনেট, এবিনিউজ বিডি ২৪ ডটনেট, আমাদের সময় ডটকম, আইপোর্ট বিডি ডটকম, ডেইলীনিউজ বিডি ডটকম, নিউজ মিডিয়া ২৪ ডটকম, নালিশ ডটকম, দি রিপোর্ট ২৪ ডটকম, নিউজ এন্ড ইমেজেস লি., বিজনেস সারাদিন ডটকম, নূরের আলো ডটকম, বিসি নিউজ ২৪ ডটকম, বাংলা টাইমস ২৪ ডটকম, ব্রডকাস্টিং নিউজ এজেন্সী (বিএনসি), কমিউনিটি মিডিয়া নিউজ এজেন্সী, দি এডিটর ডটনেট, সিএনএস ২৪ ডটকম, নিরাপদ নিউজ ডটকম, বাংলাপোস্ট ২৪ ডটকম, নতুন বার্তা ডটকম, বিডিভিউ ২৪ ডটকম, সিনিউজ ২৪ ডটকম, আমার হেলথ ডটকম, র‌্যাপিড পিআর নিউজ ডটকম, সময় নিউজ ডটনেট, সিএনএস বিডি ডটকম, সময় বাংলা ডটকম, পিএনএস নিউজ ২৪ ডটকম, দি নিউজ ডটকম, এএনবি ২৪ ডটকম, এবিনিউজ ২৪ বিডি ডটকম, মুক্তবার্তা ডটকম,বাংলা খবর ২৪ বিডি ডটকম, টাইমস ২৪ ডটনেট, বাংলা ট্রিবিউন ডটকম, ঢাকা প্রতিদিন ডটকম, মর্নিং নিউজ বিডি ডটকম, হাওর বার্তা ডটকম, প্রাইম সংবাদ ২৪ ডটকম, সবুজ বাংলা টিভি ডটকম, ইউরো বিডি নিউজ ডটনেট, জীবনকণ্ঠ ডটকম, নিউজ নেক্সট বিডি ডটকম, বেঙ্গলী নিউজ ২৪ ডটকম, সময়ের কণ্ঠস্বর ডটকম, দি হলি টাইমস ডটকম, পিএনএস নিউজ সিন্ডিকেট, খাসখবর ডটকম, সাতকাহন ডটকম, এএনবি, বিপরিক্রমা নিউজ ডটকম, ফটো নিউজ ২৪ ডটকম, সিএনআই নিউজ ২৪ ডটকম, বাংলাদেশ নিউজ নেটওয়ার্ক (বিএনএন), ওএনবি ২৪ ডটকম, পার্লামেন্ট প্রতিদিন ডটকম, সিএনএনবিডি ২৪ ডটকম, স্বাধীন বাংলা ২৪ ডটকম, এইচএম নিউজ ২৪ ডটকম, হটনিউজ ২৪ বিডি ডটকম, সিটিজেন নিউজ ২৪ ডটকম, ইসিসি নিউজ ডটনেট, রূপসী বাংলা নিউজ ডটকম।

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো.আলী আজগর চৌধুরী বাংলানিউজকে বলেন, অনেক অনলাইন গণমাধ্যম হয়ে গেছে। এর মধ্যে হাতেগোণা কয়েকটি ‍অনলাইন গণমাধ্যম শুধুমাত্র পেশাদারিত্ব নিয়ে যাচাইবাছাই করে বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশ করে। বাকি সবগুলোই ব্যক্তিস্বার্থে পরিচালিত হচ্ছে। উদ্ভট মানহীন খবর পরিবেশনের কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। এতে পুরো অনলাইন সেক্টরই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অনলাইন গণমাধ্যম নিয়ে কোন ধরনের নীতিমালা না থাকার কারণে এ ধরনের সংকট তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।
সুএ—-বাংলানিউজটোয়েন্টিফোর.কম ।