ঢাকা: সর্বশেষ খবর অনুযায়ী শক্তিশালী ভূমিকম্পে বিহারে ২৫ জন নিহত ও অসংখ্য গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির প্রধান সচিব বায়াস জি।
তার দেয়া সূত্র অনুযায়ী বিহারের ভাগলপুর, পাটনা, গয়া, সীতামারি, নালন্দা, বুকশার, পুর্ণিয়া এবং বাগুসারাই- এ অঞ্চলগুলোয় বেশি সংখ্যক নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একই পরিবারের দুইজন শিশুও রয়েছে।
কেন্দ্র-সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্যে চার লাখ রুপি বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
বিহার-বিজেপির সিনিয়র নেতা রাজিব প্রতাপ রুবি জানিয়েছেন, প্রদেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং সড়ক বিধ্বস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা চরমভাবে ব্যহত হয়েছে।
২৫ এপ্রিল বেলা দ্বিপ্রহরের কিছু আগে নেপাল, ভারত ও বাংলাদেশে একযোগে ভূমিকম্প অনুভূত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপাল। ভূমিকম্পের কেন্দ্র পোখারায় নিহত অন্তত ১৫০। ভারতে নিহত ১১ এবং বাংলাদেশে ৩।
পোখারায় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান