কুষ্টিয়া : খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাকে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা বলে উল্লেখ করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।
শনিবার সকাল সাড়ে দশটায় শহরের আমলাপাড়ায় একটি বহুতল ভবন নির্মাণ অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
ইনু বলেন, নির্বাচনে কোনো বাধা বিঘ্ন ঘটেনি। প্রার্থীরাও তেমন কোন লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। সাম্প্রতিক কালে খালেদা জিয়া অংশগ্রহণ করার পর থেকে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে এবং তাকে কেন্দ্র করে কয়েকটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, খালেদা জিয়া যতই ভুল পাল্টাক, যতই আলমের পচা সাবান দিয়ে গা ধৌত করুক তাতে কিন্তু পচা সাবানের গন্ধ যাবে না। জনগণ আগুন সন্ত্রাসীদের রেহাই দিবে না।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সংাগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় প্রমুখ।