ধর্ষণের মহামারি থেকে বাঁচতে মহিলাদের কিছু দায়িত্ব নেয়ার পরামর্শ দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা।
গোয়ার পূর্তমন্ত্রী সুদিন দাভলিকরের মতে, মহিলারা বিকিনি, শর্ট স্কার্ট পরা ও পাবে যাওয়া বন্ধ করলে অনেকাংশে ধর্ষণ রোখা যাবে।
তিনি বলেন, ‘অল্পবয়সী মেয়েরা ছোট স্কার্ট পরে পাবে যায়। এটা একেবারেই আমাদের সংস্কার বিরোধী।’
বিজেপির এই নেতা বলেন, ‘বিচে তাদের নিজেদের সুরক্ষার জন্য মহিলাদের বিকিনি পরা উচিত নয়। কিন্তু, ব্যক্তিগত পরিসরে বিকিনি পরার আমি বিরোধী নই।’
তিনি আরো বলেন, ‘পাব সংস্কৃতি ভারতীয় নয়। আমরা বিদেশি সংস্কৃতি চাই না। অল্পবয়সীরা পাবে গিয়ে মদ্যপান করেন। অনেক সময় আইন ভঙ্গ করেন। আমাদের বোন ও মেয়েরা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। গোয়া মন্দির ও গির্জার শহর। আমরা পাব-পর্যটন চাই না।’
সুদিন দাভলিকরের মতকে সমর্থন করলেন শ্রী রামসেনা প্রধান প্রমোদ মুতালিক। তিনি বলেন, পূর্তমন্ত্রীকে ধন্যবাদ। তিনি রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি নিজেও বুঝতে পেরেছেন, গোয়ায় পাব-সংস্কৃতি কী হারে বাড়ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান