কুষ্টিয়া : ভূমিকম্পের সময় কুষ্টিয়ার মিরপুরে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১২জন শিক্ষার্থী অসুস্থ্ হয়ে পড়েছে। ভূমিকম্পের সময় ভয় ও মাথাঘোরা এবং তাড়াহুড়ো করে বিদ্যালয় কক্ষ থেকে বাইরে বের হতে গিয়ে তারা অসুস্থ্ হয়ে পড়েছে।
অসুস্থ্ নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া উম্মে জেরিন ও শর্মিলাসহ অন্যান্যদের মিরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল ইসলাম জানান, ভূমিকম্পর কারণে মাথা ঘুরে এবং আতঙ্কগ্রস্ত হয়ে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে তারা ভালো আছে।
শনিবার দুপুর রাজধানীসহ সারাদেশে সোয়া ১২টার দিকে ও ১২টা ৫০ মিনিটে দু’দফা এ ভূমিকম্প অনুভূত হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান