পাবনা : ভূমিকম্পনে আতঙ্কিত হয়ে রাস্তায় উপরে পড়ে পাবনা পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রোকেয়া খানম ইতি (৬৭) নিহত হয়েছেন।
এঘটনায় বিভিন্নস্থানে শাতধিক নারী-পুরুষ অসুস্থ্য হয়েছে।
নিহত রোকেয়া পাবনা পৌর এলাকার গোপালপুর মহল্লার সোহরাব হোসেনের স্ত্রী ও পাবনা আদর্শ গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা এ মৃত্যু নিশ্চিত করেছেন।
শনিবার বেলা ১২টা ১৩ মিনিটে দেড় মিনিট স্থায়ী এই ভূমিকম্প অনুভূত হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোকেয়া খাতুন বাড়ির পাশে সড়কে হাঁটার সময় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে রাস্তায় পড়ে আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া ভূমিকম্পে আতঙ্ক হয়ে পাবনা আদর্শ গার্লস হাইস্কুল, জাগির হোসেন একাডেমী, আটঘরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ঈশ্বরদী ইপিজেডের ৩০ শ্রমিকসহ বিভিন্নস্থানে শতাধিক নারী, পুরুষ, শিশু অসুস্থ্য হয়ে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঈশ্বরদী ইপিজেডের অন্তত ৩০জন শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে।
এছাড়া ঈশ্বরদী ইপিজেডের নাকানো নামের একটি কোম্পানির ভবনসহ জেলার বিভিন্নস্থানের ১০/১২টি ভবনে ফাটল দেখা যাওয়ার খবর পাওয়া গেছে।