ঢাকা: বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদীন ফারুক আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন, ‘ক্ষমতার দাপট দেখাইয়েন না। পুলিশ দিয়ে গ্রেনেড মারেন। আমাদের আর কত মারবেন? আমাকে মেরে পুলিশ রাষ্ট্রীয় পদক পায়। এসব আর কত দেখাবেন?’
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমবায় সমিতির এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জয়নুল বলেন, ‘যদি আপনারা (আওয়ামী লীগ) সত্যিকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল হয়ে থাকেন তবে পার্লামেন্টে ডাকেন, আলোচনা করেন, বেগম খালেদার দাবি মেনে নেন। মরতে রাজি আছি কিন্তু গণতন্ত্রের পতাকা আবার বাংলাদেশে খালেদার হাতেই আসবে ইনশাল্লাহ।’
বর্তমান রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আব্দুল হামিদ আপনি একজন আমার মতো প্রবীণ রাজনীতিবিদ। রাষ্ট্রপতি হয়ে আজ যে পতাকা উড়ান এ পতাকার জন্য আমরা যুদ্ধ করেছি। আর আপনারা ইন্ডিয়ায় বসে বসে সিনেমা দেখেছেন আর লাল পানি খেয়েছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রশ্ন রেখে ফারুক বলেন, ‘যেদিন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর ছোট্ট মেয়েটা আপনাকে জড়িয়ে ধরে বলেছিল- আমার বাবাকে ফিরিয়ে দাও। এই ছোট্ট মেয়ে যদি তার বাবাকে ফিরিয়ে পেতে চোখের পানি ফেলেছে। আপনার বিরুদ্ধে ইলিয়াস আলী গুমের মামলা একদিন হবেই হবে।’
যেসব নেতাকর্মী বেগম জিয়া, সালাম, খোকাদের ব্যর্থ বলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ ধারণা ভুল। বেগম জিয়াকে অনেকেই চেনেন না। পূর্বদিকের সূর্য একদিন উদিত হবে। খালেদার কৌশলের কাছে এ সরকার পরাজিত হবেই এবং তা অচিরেই। হতাশ হওয়ার কারণ কিছু নেই।’
জয়নুল বলেন, ‘আমরা খোকা-আব্বাস বুঝি না আমরা বুঝি বেগম খালেদা জিয়া ও তারেককে। তারা যদি বগুড়ায়ও আন্দোলনের ডাক দেন তবু আমরা ছুটে যাবো।’
সংগঠনের সভাপতি নুর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিঞাসহ সংগঠনের বিভিন্ন নেতা।