অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ, Logo বরগুনার বেতাগীতে পৌর শহরসহ ইউনিয়নে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং Logo আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায় Logo লবণাক্ত জমিতে সবজি চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকের,পরিচিতি পেয়েছে ‘সবজি গ্রাম’ নামে। Logo হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’ Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক

৩৬ সন্তানের জনকের চতুর্থ বিয়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার

পাকিস্তানে জঙ্গিদের গোপন আস্তানা গুড়িয়ে দিতে চালানো দেশের চলমান সামরিক অভিযানের কারণে ৩৬ সন্তানের জনকের চতুর্থ বিয়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। উত্তর ওয়াজিরিস্তানে অবস্থিত তালেবান ও অন্যান্য জঙ্গিদের দীর্ঘদিনের শক্তিশালী ঘাঁটি গুড়িয়ে দিতে সামরিক বাহিনীর অভিযান শুরুর পর থেকেই ওই অঞ্চলের হাজার হাজার লোকের সাথে ৩৬ সন্তানের পিতা গুলজার খানকেও এখানে সেখানে পালিয়ে বেড়াতে হচ্ছে।
স্ত্রী, সন্তান এবং নাতি-নাতনিসহ প্রায় একশ’ সদস্য নিয়ে উত্তর ওয়াজিরিস্তানের শাওয়া গ্রামে ৩৫ কক্ষের একটি বাড়িতে বসবাস করলেও সামরিক অভিযানের কবল থেকে বাঁচতে তাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হয়। ৫৪ বছর বয়সী লোকটি অভিযোগ করে বলেন, তার পরিবারের সদস্যদের নতুন আশ্রয়ের খরচ যোগাতেই তার চতুর্থ বিয়ের জন্য জমানো অর্থ খরচ হয়ে যায়। তিনি এএফপিকে বলেন, ‘আমার জমানো এসব অর্থ আমার পরিবারের সদস্যদের শাওয়া থেকে বান্নুতে নিয়ে যেতে ব্যয় হয়ে গেছে। ফলে এখন আমি আবারো অর্থ জমানো শুরু করেছি এবং এ সামরিক অভিযান শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি।’
ইসলামি বিধান অনুযায়ী একজন পুরুষের সর্বোচ্চ চার স্ত্রী রাখার অনুমতি রয়েছে। পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের রক্ষণশীলদের অনেক পরিবারই এ বিধান মেনে চলার পক্ষে। খান বলেন, প্রত্যেক স্ত্রী ১২টি করে শিশু জন্ম দেয়ার পর তার স্ত্রীরা তাকে বলেন যথেষ্ট হয়েছে, আর না। খান বলেন, ‘আমি চতুর্থ বিয়ের পরিকল্পনা করছি কারণ এখন আমার স্ত্রীরা আমাকে বর্জন করে বলেছে তারা আর কোন সন্তান চায় না।’
‘স্ত্রীরা আমাকে তাদের কাছে যাওয়ার সুযোগ না দেয়ায় আমি ইসলামের বিধান অনুযায়ী চতুর্থ বিয়ে করতে চাই।’ উল্লেখ্য, খানের বয়স যখন মাত্র ১৭ বছর তখন তিনি শাওয়ায় মাত্র ১৪ বছর বয়সী তার এক জ্ঞাতি বোনকে বিয়ে করেন। ওই পক্ষে তাদের আট কন্যা ও চার পুত্র সন্তান থাকলেও আট বছর পর মাত্র ১৭ বছর বয়সের এক উপজাতীয় মেয়েকে বিয়ে করেন। পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় বান্নু শহরে ১৭ কক্ষের বাড়িতে খান বলেন, এতেও ‘আমি সন্তুষ্ট না থেকে তৃতীয় বিয়ে করি।’
উল্লেখ্য, খান ১৯৭৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত দুবাইতে ট্যাক্স্যি চালান।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ,

৩৬ সন্তানের জনকের চতুর্থ বিয়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার

আপডেট টাইম : ০৭:২২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০১৪

পাকিস্তানে জঙ্গিদের গোপন আস্তানা গুড়িয়ে দিতে চালানো দেশের চলমান সামরিক অভিযানের কারণে ৩৬ সন্তানের জনকের চতুর্থ বিয়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। উত্তর ওয়াজিরিস্তানে অবস্থিত তালেবান ও অন্যান্য জঙ্গিদের দীর্ঘদিনের শক্তিশালী ঘাঁটি গুড়িয়ে দিতে সামরিক বাহিনীর অভিযান শুরুর পর থেকেই ওই অঞ্চলের হাজার হাজার লোকের সাথে ৩৬ সন্তানের পিতা গুলজার খানকেও এখানে সেখানে পালিয়ে বেড়াতে হচ্ছে।
স্ত্রী, সন্তান এবং নাতি-নাতনিসহ প্রায় একশ’ সদস্য নিয়ে উত্তর ওয়াজিরিস্তানের শাওয়া গ্রামে ৩৫ কক্ষের একটি বাড়িতে বসবাস করলেও সামরিক অভিযানের কবল থেকে বাঁচতে তাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হয়। ৫৪ বছর বয়সী লোকটি অভিযোগ করে বলেন, তার পরিবারের সদস্যদের নতুন আশ্রয়ের খরচ যোগাতেই তার চতুর্থ বিয়ের জন্য জমানো অর্থ খরচ হয়ে যায়। তিনি এএফপিকে বলেন, ‘আমার জমানো এসব অর্থ আমার পরিবারের সদস্যদের শাওয়া থেকে বান্নুতে নিয়ে যেতে ব্যয় হয়ে গেছে। ফলে এখন আমি আবারো অর্থ জমানো শুরু করেছি এবং এ সামরিক অভিযান শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি।’
ইসলামি বিধান অনুযায়ী একজন পুরুষের সর্বোচ্চ চার স্ত্রী রাখার অনুমতি রয়েছে। পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের রক্ষণশীলদের অনেক পরিবারই এ বিধান মেনে চলার পক্ষে। খান বলেন, প্রত্যেক স্ত্রী ১২টি করে শিশু জন্ম দেয়ার পর তার স্ত্রীরা তাকে বলেন যথেষ্ট হয়েছে, আর না। খান বলেন, ‘আমি চতুর্থ বিয়ের পরিকল্পনা করছি কারণ এখন আমার স্ত্রীরা আমাকে বর্জন করে বলেছে তারা আর কোন সন্তান চায় না।’
‘স্ত্রীরা আমাকে তাদের কাছে যাওয়ার সুযোগ না দেয়ায় আমি ইসলামের বিধান অনুযায়ী চতুর্থ বিয়ে করতে চাই।’ উল্লেখ্য, খানের বয়স যখন মাত্র ১৭ বছর তখন তিনি শাওয়ায় মাত্র ১৪ বছর বয়সী তার এক জ্ঞাতি বোনকে বিয়ে করেন। ওই পক্ষে তাদের আট কন্যা ও চার পুত্র সন্তান থাকলেও আট বছর পর মাত্র ১৭ বছর বয়সের এক উপজাতীয় মেয়েকে বিয়ে করেন। পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় বান্নু শহরে ১৭ কক্ষের বাড়িতে খান বলেন, এতেও ‘আমি সন্তুষ্ট না থেকে তৃতীয় বিয়ে করি।’
উল্লেখ্য, খান ১৯৭৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত দুবাইতে ট্যাক্স্যি চালান।