ঢাকা : রাজধানীর ইস্কাটনে একটি বাসায় ডাকাতি ও নিরাপত্তা কর্মীকে খুন করার ঘটনায় জড়িত অভিযোগে ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে মিরপুরের পল্লবী থানাধীন মুসলিম বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি দক্ষিণের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহরাব (৩৫) মো. খলিল (৩০)।
ডিএমপির ডিসি (মিডিয়া) এসএম জাহাঙ্গীর আলম সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৪ সালের ২৩ জুন ইস্কাটনে আদ-দ্বীন হাসপাতালের পাশের একটি বাসায় মধ্য রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ওই বাসার নিরাপত্তাকর্মী রহিম ব্যাপারীকে খুন করে ডাকাত দল। এঘটনায় প্রায় ২৬ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা। ডাকাতি ও খুনের ঘটনায় পরের দিন জাকির হোসেন নামে নিহতের এক আত্মীয় রমনা থানায় একটি মামলা দায়ের (৩৯৬ ধারা) করেন।
মামলা তদন্ত কর্মকর্তা এসএম শাহরিয়ার হাসান নের্তৃত্বে অভিযান চালিয়ে ডিবি দক্ষিণের একটি টিম জড়িত অভিযোগে ওই দু’জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।