ঢাকা: পাকিস্তানের ইনিংস চলাকালেই গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন তিনি। মুস্তাফিজুর, তাসকিনদের উইকেট পাওয়ার আনন্দে হাতে তালি দিয়েছেন। পাকিস্তানকে ১৪১ রানে বেধে ফেলার পরও গ্যালারি ছেড়ে যাননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বসে ছিলেন এবং বাংলাদেশের পুরো ইনিংস উপভোগ করেছেন তিনি। তামিম যখন ছক্কা মেরে ইনিংসের সূচনা করলেন, তখনও দেখা গেছে উচ্চসিত প্রধানমন্ত্রীকে। এরপর সৌম্য, তামিম কিংবা মুশফিক যখন আউট হয়ে গিয়েছিলেন, তখনও দেখা গেছে বিমর্ষ প্রধানমন্ত্রীকে।
অবশেষে সাঈদ আজমলকে যখন সাকিব আল হাসান বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করে ফেললেন, তখন স্রেফ উঠে দাঁড়িয়ে গেলেন। বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে হাত তালি দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী।
বিজয়মঞ্চেও দেখা গেলো তাকে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও দিলেন। মাশরাফিকে যখন উপস্থাপক কথা বলতে ডাকলেন, তখন তাকে জড়িয়ে অভিনন্দিত করলেন তিনি। এরপর প্রথমে বিজয়ী দলের অধিনায়ক মাশরাফির হাতে তুলে দিলেন টি২০ ট্রফি।
কিন্তু ট্রফি দেওয়া তখনও শেষ হয়নি। এরপর ঘোষক ঘোষণা করলেন, এবার মাশরাফির হাতে ওয়ানডে সিরিজের ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাশরাফি এলেন, ট্রফি নিলেন এবং পুরো দলকে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে গেলেন ছবি তোলার জন্য।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান