বাংলার খবর২৪.কম: আর মাত্র ৩২ দিনের মধ্যেই লক্ষ্যে পৌঁছে যাবে মঙ্গল গ্রহে পাঠানো ভারতের প্রথম মহাকাশযান। মঙ্গল গ্রহ থেকে মাত্র নয় মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে যানটি। শনিবার এ কথা জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
ইসরো জানায়, ‘মার্স অরবিটর মিশন’ বা ‘এমওএম’ মঙ্গলগ্রহ থেকে নয় মিলিয়ন ও পৃথিবী থেকে ১৮৯ মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে। ইসরোর দাবি, পৃথিবী থেকে এর আগে যতগুলো মঙ্গল অভিযান হয়েছে তার মধ্যে সবচেয়ে কম খরচের অভিযানও বলা হচ্ছে এই প্রকল্পকে। এর জন্য খরচ হয়েছে ৪৫০ কোটি টাকা। গত বছরের ৫ নভেম্বর চেন্নাইয়ের কাছে শ্রীহরিকোটার মহাকাশকেন্দ্র থেকে রওনা দেয় মার্স অরবিটর মিশন।
মহাকাশযানটি মঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ করবে, খুঁজবে মিথেন গ্যাস বা বিভিন্ন খনিজের অস্তিত্ত্ব। ইসরোর চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন জানান, এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হলো মঙ্গলে মিথেন আছে কিনা তা নিশ্চিতভাবে জানা।
শিরোনাম :
মঙ্গল থেকে ৩২ দিন দূরত্বে ভারতীয় মহাকাশযান
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:৪৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪
- ১৭৩৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ