মৌলভীবাজার: জুড়ী নদী থেকে উদ্ধারের পর ছাদিক হোসেন (৭) নামে ভারতীয় এক শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিবিবি)।
শুক্রবার দুপরে বিজিবি-বিএসএফ, বাংলাদেশ ও ভারতের পুলিশ এবং নিহত শিশু ছাদিকের স্বজনদের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়। এ সময় বিএসএফ বিষ্ণুপুর কোম্পানি কমান্ডার এনকে তারা উপস্থিত ছিলেন।
নিহত শিশুটি ভারতের কদমতলা চল্লিশধোন এলাকার আব্দুস ছোবহানের ছেলে।
জুড়ী বিজিবি ফুলতলা কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আসাদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে নান, শুক্রবার সকাল ৭টায় বাংলাদেশ সীমান্তের ফুলতলা ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় ১৮১৯ পিলারের নিকট জুড়ী নদীতে একটি শিশুর লাশ ভাসছে এমন খবর পেয়ে বিজিবি ও বিএসএফ সদস্যরা সেখানে যান। খবর পেয়ে শিশু ছাদিকের স্বজনরাও আসেন। পরে তারা লাশটি চার দিন আগে নিখোঁজ হওয়া ছাদিকের বলে সনাক্ত করেন এবং সে নদীর পানিতে ডুবে মারা গেছে বলেও জানান।
নিহত শিশুটির স্বজনরা জানান, ছাদিক হোসেন গত ২০ এপ্রিল নিজ বাড়ি থেকে মামা বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়।