বাংলার খবর২৪.কম,সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ছয় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার লাউয়েগড় সীমান্তের কাছে শাহ আরেফিন মাজার এলাকার যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা গাছ ধরতে গেলে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাদের ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন আটকদের স্বজনরা।
তারা হলেন, লাউড়গড় গ্রামের আব্দুল আজিকের ছেলে সৈকত (১৮), আলেক মিয়ার ছেলে জানু (১৭), রাজ্জাকের ছেলে মুরসায়েম (১৮), আব্দুন নূরের ছেলে মুক্তার (১৭) ও দেলোয়ারের ছেলে কালা মিয়া(১৭) এবং সাইদাবাদ গ্রামের আব্দুল বারেকের ছেলে মিছবাহ (১৬)।
স্থানীরা জানান, প্রচন্ড বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলের সঙ্গে ভারত থেকে গাছ ভেসে আসছিল। ভেসে আসা গাছগুলো ধরার সময় বিএসফ তাদের ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
৮ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার কর্ণেল গোলাম মহিউদ্দিন বলেন, আটকদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বিজিবি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান