ঢাকা: প্রতিটি নির্বাচনের পূর্বে বিএনপি সেনা মোতায়েনের দাবিতে ভাঙ্গা ক্যাসেট বাজায় মন্তব্য করে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আজ প্রেসক্লাবে বিএনপি নেতা লে.জে (অব.) মাহবুবুর রহমান বলেছেন, সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে এসে মাঠে থাকা উচিত। সেনাবাহিনীকে উস্কে দিচ্ছেন তিনি। তাই অবিলম্বে তাকে আইনের আওতায় আনা হোক।
সিটি নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার দলের প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামার কারণেই নির্বাচনের সুন্দর পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী।
শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘ প্রেক্ষাপট’চলমান রাজনীতি- ষড়যন্ত্র ও বোমাবাজদের প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন,তিন সিটির কোথাও কোনো প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, সহিংসতা হয়নি। যেই না বিএনপি নেত্রী তার শরীরে লেগে থাকা পোড়া গন্ধের দুর্গন্ধ নিয়ে নির্বাচনী মাঠে নামলেন তখনই একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হলো।এটা তারই (খালেদা জিয়া) সাজানো নাটক।নির্বাচনে বিএনপির পরাজয় ঘটবে জেনে তিনি তা বানচাল করার ষড়যন্ত্র করছেন।
খালেদা জিয়া নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন উল্লেখ করে কামরুল বলেন- গাড়ীবহর নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে তিনি নির্বাচনী আচরণবিধির ৬/২ এর খ ধারা ভঙ্গ করছেন। তিনি এখন দেশের জন্য একটি বিষফোঁড়ায় পরিণত হয়েছেন। সিটি নির্বাচনকে তিনি পুনরায় দেশে বীভৎস পরিস্থিতি সৃষ্টির কৌশল হিসেবে নিয়েছেন। তাই নির্বাচন কমিশনের উচিত তাকে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার পদক্ষেপ নেয়া।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা এ্যাডভোকেট জাহাঙ্গঅর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান