ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বলেছেন ইসি এবং সরকার মিলে ২৮ এপ্রিলের নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করতে চাচ্ছে।
কিন্তু বিএনপি তা হতে দেবেনা। কারণ বিএনপির সঙ্গে ভোটাররা রয়েছেন। এসময় তিনি সিটি নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশন সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে ভেল্কিভাজি শুরু করেছে। ক্যান্টনমেন্ট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নয়, নির্বাচনে সেনা মোতায়েন করতে হলে ক্যান্টনমেন্টের বাহিরে নিয়ে এসে দায়িত্ব দিতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, সরকারের নীল নকশায় অভিলাশ পূরণ করতে সরকার দলীয় নেতাকর্মীরা সিটি নির্বাচনে দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন।
এছাড়াও সরকার সমর্থিত প্রার্থীরা যারা আশেপাশে থাকেন তাদের কাছে অস্ত্র থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী কিছুই বলছেন না। এসময় তিনি ঢাকা দক্ষিন সিটি করপোরেশন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল খায়েরকে পুলিশ আটক করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তি দাবি করেন।
শুক্রবার সোয়া ১১টায় দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান