ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে.মাহবুবুর রহমান বলেছেন, সেনা মোতায়েন নিয়ে দেশে অনেক ষড়যন্ত্র চলছে। মানুষ দেখতে চায় দৃশ্যমান সেনাবাহিনী। আমরা আইওয়াশের সেনা দেখতে চাইনা,বাংলাদেশের সংকট গনতন্ত্র এবং আইনশঙ্খলার সংকট এই সংকটকে সেনাবাহিনী দৃশ্যমান থেকে মোকাবেলা করতে হবে।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন কমিশনারদের নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তি ফিরে পাবার একটা বিরাট সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেছেন ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা কারীদের গ্রেফতার এবং মির্জা ফখরুল সহ-সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে এক মানবন্ধনে তিনি এ সব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন,‘জনগন যখন জেগে উঠেছে যারা ৫ জানুয়ারি নির্বাচনে ভোট দিতে পারে নি তারা এই নির্বাচনে প্রতিশোধ নিতে চায়।কিন্তু সরকার সেটা বুঝতে পেরে আগের অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। এমত অবস্থায় নির্বাচন কমিশনারদেরকেও বুঝতে হবে এটা তাদের নষ্ট হয়ে যাওয়া ভাবমুর্তি ফিরে পাবার বিরাট সুযোগ।’
বেগম খালেদা জিয়াকে টার্গেট করে গুলি করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়া যেখানেই প্রচার করতে বের হচ্ছেন তার উপর অতর্কিত হামলা করা হচ্ছে এমনকি তাকে মেরে ফেলার জন্য গুলি করা হচ্ছে।’জনগন জানে এই ঘটনা গুলো কারা ঘটাচ্ছে।কিন্তু নির্বাচন কমিশনার জানার পরও কোন পদক্ষেপ গ্রহন করছে না। সকল কিছুর জন্য দায়ী এই কমিশন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন,বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার হায়দার আলী,আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,কৃষদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাজাহান মিয়া সম্রাট।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান