বাংলার খবর২৪.কম: সাভারে রানা প্লাজার নয়তলা ভবন ধসের ১৬ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতরে থেকে বের হচ্ছে মানুষের শরীরের হাড় ও বিভিন্ন দেহাবশেষ।
স্থানীয় পথশিশুরা ভবন ধসের পেছনে রাখা ধ্বংসস্তূপে লোহা কুড়াতে এসে ওইসব হাড় ও শরীরের দেহাবশেষ খুঁজে পায়। খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রিয়াদ, কাউছার ও বাছেদ নামের কয়েকজন পথশিশু জানায়, দুপুরের দিকে তারা ধ্বংসস্তূপের লোহা কুড়াতে যায়। এসময় তারা ধ্বংসস্তূপের ভেতরে বেশ কিছু মানুষের হাড় দেখতে পেয়ে তারা সেগুলো উদ্ধার করে। এখবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ধ্বংসস্তূপের সামনে ভিড় জমায়।
এসময় উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করে। তারা জানায়, রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রায়ই মানুষের হাড়, মাথার খুলি ও শরীরের বিভিন্ন দেহাবশেষ পাওয়া যাচ্ছে। এনিয়ে একাধিকবার বলা হলেও এখন পর্যন্ত নতুন করে উদ্ধার শুরুর কোনো উদ্যোগ নেয়া হয়নি।
এলাকাবাসী অবিলম্বে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালিয়ে সব হাড় ও খুলির ডিএনএ টেস্টের দাবিও জানায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘হাড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান